Medhashree Scholarship : গত বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল পড়ুয়াদের জন্য একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন, যার আওতায় স্কুল ছাত্র ছাত্রীদের প্রতি বছর ৮০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এই স্কলারশিপের নাম হল মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship)। বইপত্র, খাতা-কলম কেনার জন্য মূলত রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা দেওয়া হয়ে থাকে পড়ুয়াদের। আর এই বছরও তার ব্যতিক্রম হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে স্কুল পড়ুয়াদের এই স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে রাজ্যের প্রতিটি জেলার Treasury থেকে। যে সকল ছাত্র-ছাত্রীরা এই টাকা পাচ্ছে, তাদের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি মেসেজ আসছে। আর এই মেসেজের মধ্যে উল্লেখ রয়েছে মেধাশ্রী প্রকল্পের ৮০০ টাকা স্কুল পড়ুয়ারা কোন জেলার Treasury থেকে পাচ্ছে, কত তারিখে টাকা পেয়েছে এবং কোন একাউন্টে টাকা ঢুকেছে এই সকল তথ্য। এবার শুনুন জেনে নেওয়া যাক টাকা ঢুকেছে কিনা আপনার একাউন্টে তা কীভাবে চেক করবেন সেই সম্পর্কে বিস্তারিত।
কীভাবে চেক করবে টাকা ঢুকেছে কিনা ?
যে সকল ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা জানতে হলে ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করে তা দেখতে হবে, কারণ এই প্রকল্পের জন্য সরকারের কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল নেই। তাই অনলাইনের মাধ্যমে নয় অফলাইনের মাধ্যমেই চেক করতে হবে এই স্কলারশিপের (Medhashree Scholarship) টাকা ঢুকেছে কিনা। এবার চলুন জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেই সম্পর্কে।
কারা পাবেন এই স্কলারশিপের সুবিধা ?
১) পশ্চিমবঙ্গের অন্যান্য অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি শ্রেণি ভুক্ত (OBC) পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত সকল ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
২) এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াকে পশ্চিমবঙ্গের মধ্য স্কুলে পাঠরত হতে হবে, অর্থাৎ ছাত্র ছাত্রী যে স্কুলে পড়াশোনা করছে, সেই স্কুলটি অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে।
৩) ছাত্র ছাত্রীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪) রাজ্য বা কেন্দ্র সরকারের বোর্ড স্বীকৃত বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে।
৫) এই প্রকল্পের আওতায় পঞ্চম শ্রেণীতে একবার এই স্কলারশিপে আবেদন করলেই অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ পাওয়া যাবে। ছাত্র ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার বেশি হওয়া চলবে না, তাহলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।