WB Guest Teacher Recruitment 2024 : রাতের সকল অপেক্ষারত চাকরি প্রার্থীদের জন্য আজ আমরা দারুণ একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সম্প্রতি রাজ্যে সরকার অধীনস্থ স্কুলে বাংলা, ইংরেজি সহ মোট ৫টি বিষয়ের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ এবং মহিলা নির্বিশেষে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে রইল নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। আসুন দেখে নেওয়া যায় সম্পূর্ণ প্রতিবেদনটি।
১) পদের নাম— Assistant Guest Teacher
মোট শূন্যপদ— ৫টি
মাসিক বেতন— উল্লেখিত পদের (WB Guest Teacher Recruitment 2024) জন্য এখানে প্রার্থীদেরকে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে, তবে সেই প্রার্থী আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা— উল্লেখিত পদের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ের অবসর প্রাপ্ত যেকোনো শিক্ষক অথবা শিক্ষিকা আবেদন জানাতে পারবেন।
২) পদের নাম— Group “D”
মোট শূন্যপদ— ২টি
মাসিক বেতন— উক্ত পদের জন্য এখানে প্রার্থীদেরকে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে, তবে সেই প্রার্থী আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে যেকোনো বিদ্যালয়ের Group “D” বিভাগের অবসর প্রাপ্ত কর্মী আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি – সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদেরকে কোনোরকম পরীক্ষা দিতে হবে না। এখানে প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে
আবেদন পদ্ধতি— এখানে (WB Guest Teacher Recruitment 2024) প্রার্থীদেরকে আলাদা করে কোনোরকম আবেদন জানাতে হবে না। প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলেই অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ সমস্ত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইন্টারভিউর তারিখে সরাসরি নির্দিষ্ট ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত হতে হবে।
আবেদনের শেষ তারিখ— ৩০শে জুলাই, ২০২৪
Official Notification: Download Now
Official Website: Click Here
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।