Distance Course : আমাদের দেশের চাকরির অবস্থা বেহাল। তার ওপর বাড়ছে দিনে দিনে জিনিসপত্রের দাম। এর ফলে সংসার সামলাতে গিয়ে অনেকেই খাচ্ছেন হিমশিম। সংসার খরচ চালিয়ে তার ওপর সন্তানের পড়াশোনার খরচ চালাতে গিয়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের এক প্রকারের টালমাটাল অবস্থা। দেশের বেশিরভাগ পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না হওয়ায় অনেক পরিবারের ছেলেমেয়েরা উচ্চমাধ্যমিকের পরই আর উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে পারেন না, বরং তাদেরকে সংসারের হাল ধরার জন্য কাজের সন্ধান করতে হয়। তাদের হাজারো ইচ্ছে থাকলেও কাজ ফেলে Regularly কলেজে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয় না। তখন সেই সকল ছেলে মেয়েদের উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য Distance Learning Course-ই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। তবে এই Diatance Course সব জায়গায় কতটা গ্রহণযোগ্য, এই Distance Course করাটা কি তাদের জন্য আদৌ সঠিক? এইসব নানান বিষয় নিয়ে মনে প্রশ্ন দোলাচল করে, অনেকেই Confused হয়ে যায়। তাই সকলের মনের নানান প্রশ্ন মেটাতে আজ আমরা এই প্রতিবেদনে এই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটি।
Distance Course কী?
Distance Course হলো এমন একটি Course, যার মাধ্যমে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত ছেলেমেয়েরা কাজ ফেলে Regularly কলেজে গিয়ে পড়াশোনা না করে কাজের পাশাপাশি Distance এ তাদের পড়াশোনা করতে পারে।
কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা কী?
Regular Course – এ ভর্তি হওয়ার ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের নম্বর খুবই গুরুত্বপূর্ণ হলেও Distance Course এর ক্ষেত্রে তেমন কোনো ব্যাপার নেই। উচ্চ মাধ্যমিকে যেমন নম্বরই হোক না কেন অনায়াসে এই Distance Course এ ভর্তি হওয়া যায়। যেহেতু এই Course – এ Regular ক্লাস হয় না, তাই এর আসন সংখ্যা থাকে প্রচুর পরিমাণে।
Distance এ কীভাবে পড়াশোনা হয়?
যেহেতু ছেলে মেয়েরা নিজের কাজ সামলে তার পাশাপাশি পড়াশোনা চালায় সেই কারণে এই কোর্সের ক্ষেত্রে পড়ুয়াদের সপ্তাহে মাত্র দুদিন কলেজে যেতে হয়। আবার অনেকক্ষেত্রে কলেজে না আসারও স্বাধীনতা দেওয়া হয়ে থাকে। এই কোর্সের ক্ষেত্রে পড়ুয়াদের পড়াশুনা করার জন্য বিভিন্ন রকম Study Materials দেওয়া হয়ে থাকে।
এই কোর্সে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ কতটা?
UGC অর্থাৎ University Grants Commission এর তথ্য অনুযায়ী, একজন Regular কোর্সের পড়ুয়া যেমন উচ্চশিক্ষার সুযোগ পান, ঠিক তেমনভাবেই একজন Distance Course এর পড়ুয়াও উচ্চশিক্ষা করতে পারেন।
এই কোর্সের সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা কতটা?
UGC অর্থাৎ University Grants Commission এর তথ্য অনুযায়ী, একজন Regular Course – এর গ্রহণযোগ্যতা যতটা, ঠিক ততটাই এই Distance Course এরগ্রহণযোগ্যতা, অর্থাৎ দুই প্রকার Course কেই সর্বত্র সমান মূল্য দেওয়া হয়ে থাকে।
উদাহরণস্বরূপ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিসটেন্স এডুকেশন ওয়েবসাইট: dde.buruniv.ac.in