WBPSC ICDS Supervisor Practice Set 2 : ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সুপারভাইজার পদে নিয়োগের জন্য WBPSC ICDS সুপারভাইজার পরীক্ষা পরিচালনা করে। যারা WBPSC ICDS সুপারভাইজার পদে আবেদন করবেন, তাদের অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। কিছু প্রার্থী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন, আবার কেউ কেউ প্রস্তুতি নেওয়া শুরু করার পরিকল্পনা করছেন। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে WBPSC ICDS প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেট (WBPSC ICDS Practice Set 2)

Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WBPSC ICDS Practice Set-এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেট (WBPSC ICDS Practice Set 2)

প্রতিটি প্রশ্ন আগত ICDS সুপারভাইজার পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেট (WBPSC ICDS Practice Set 2)

আজকের ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

↪ পশ্চিমবঙ্গে প্রথম কোথায় ICDS প্রকল্প চালু হয়?

[A]কলকাতার খিদিরপুরে

[B]পুরুলিয়ার মানবাজারে

[C]মালদার ইংলিশ বাজারে

[D]প্রথম দুটি অপশন  ✓

↪ ICDS প্রকল্পে শিশুকে যে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হল-

[A]সিলেবাস ভিত্তিক শিক্ষা

[B]গতানুগতিক শিক্ষা

[C]প্রথা বহির্ভূত শিক্ষা  ✓

[D]আচার-বিধিমূলক শিক্ষা

WBPSC ICDS Supervisor Practice Set 1

↪ SNP-এর পুরো নাম কি?

[A]Special Nutrition Programme  ✓

[B]Specific Nutrition Programme

[C]Special Natural Programme

[D]Special Nutrition Passage

↪ ICDS –এ SNP কোন দপ্তরের সুপারিশে চালু হয়?

[A]WHO-এর সুপারিশে

[B]ভারতীয় সমাজ কল্যান দপ্তরের  ✓

[C]UNICEF-এর সুপারিশে

[D]উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে

↪ SNP এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে?

[A]World Food Programme  ✓

[B]Central Welfare Department

[C]Community Development Department

[D]উপরের কোনটাই নয়

↪ পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় ?

[A]মালদা

[B]নদীয়া

[C]কোচবিহার

[D]পুরুলিয়া  ✓

↪ কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক?

[A]কলকাতা

[B]মালদা

[C]মুর্শিদাবাদ

[D]দার্জিলিং  ✓

↪ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?

[A]৫ই জুন

[B]৮ই মে

[C]৮ই মার্চ  ✓

[D]৮ই ফেব্রুয়ারী

↪ শিশুদিবস পালিত হয় কোন তারিখে?

[A]১৪ই ফেব্রুয়ারী

[B]১৪ই অক্টোবর

[C]১৪ই নভেম্বর  ✓

[D]১৪ই জুন

↪ পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে?

[A]মুখ্য সেবিকা

[B]অঙ্গনওয়াড়ি সেবিকা

[C]CDPO ✓

[D]AWW

↪ কোন পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়?

[A]সপ্তম

[B]অষ্টম

[C]নবম

[D]পঞ্চম  ✓

↪ ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

[A]ইন্দিরা গান্ধী  ✓

[B]রাজীব গান্ধী

[C]মোরারজি দেশাই

[D]অটল বিহারী বাজপেয়ী

↪ মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?

[A]১৯৯৫ সালে  ✓

[B]১৯৭৫ সালে

[C]১৯৮০ সালে

[D]১৯৮৫ সালে

↪ রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য ২০১৭ সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরষ্কারে সম্মানিত করে?

[A]খাদ্য সাথী

[B]সবুজ সাথী

[C]কন্যাশ্রী  ✓

[D]যুবশ্রী

↪ মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন-

[A]যৌনকর্মী  ✓

[B]আদিবাসী পরিবার

[C]জেল বন্দি

[D]কারখানার শ্রমিক

↪ সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়?

[A]চারা গাছ দেওয়া হয়

[B]জামা কাপড় দেওয়া হয়

[C]সাইকেল দেওয়া হয়  ✓

[D]স্কুল ব্যাগ দেওয়া হয়

↪ শিশু সাথী প্রকল্প হল-

[A]শিশুর হৃদরোগের চিকিৎসা  ✓

[B]শিশুদের খাদ্য সুরক্ষা

[C]অনাথ শিশুর নামে আশ্রয়

[D]মায়ের চিকিৎসা

↪ থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে?

[A]১০ই এপ্রিল

[B]১০ই জানুয়ারী

[C]৮ই মে  ✓

[D]৪ঠা জুন

↪ মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি?

[A]রাইবোজ

[B]সুক্রোজ

[C]ল্যাক্টোজ ✓

[D]মল্টোজ

↪ICDS কথাটির পুরো নাম কী?

[A]Integrated Child Development Scheme

[B]Indian Child Development Service

[C]Integrated Child Development Services ✓

[D]Indian Children Development Scheme

↪ ICDS হল একটি-

[A]সমাজসেবামূলক প্রতিষ্ঠান

[B]যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প

[C]শিশু ও নারী বিকাশ প্রকল্প  ✓

[D]শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ

↪ ICDS ধারনাটি কথা থেকে এসেছে?

[A]WHO-এর স্বাস্থ্য সচেতনা ধারনা থেকে

[B]দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ট শিশুদের কথা ভেবে

[C]১৯৬২ সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে  ✓

[D]শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে

↪ ICDS প্রকল্পটি কবে চালু হয়?

[A]১৯৯৫ সালের ৫ই জুন

[B]১৯৭৫ সালের ২রা অক্টোবর  ✓

[C]১৯৯০ সালের ১৪ই নভেম্বর

[D]১৯৭৫ সালের ১৪ই নভেম্বের

↪ ICDS প্রকল্পে শিশুদের বয়স ধরা হয়-

[A]০ থেকে ৬ বছর  ✓

[B]০ থেকে ৫ বছর

[C]২ থেকে ৬ বছর

[D]১ থেকে ৫ বছর

↪ রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যান দপ্তরের মন্ত্রীর নাম কী?

[A]ডাঃ নির্মল মাজি

[B]ডাঃ শশী পাঁজা  ✓

[C]ডাঃ সুব্রত মাঝি

[D]ডাঃ সুব্রত কুণ্ডু

↪ ICDS প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত?

[A]Ministry of Women and Child Development✓

[B]Child and Labour Development

[C]Welfare Department

[D]কোনটাই নয়

↪ UNICEF-এর সম্পূর্ণ নাম কী?

[A]UnionNation International Children’s Emergency Federation

[B]United Nation International Children’s Emergency Federation

[C]Union Nation International Children’s Emergency Fund

[D]United Nation International Children’s Emergency Fund  ✓

↪ মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী-

[A]বয়স্ক মহিলা

[B]প্রসূতি মা

[C]সদ্যোজাত শিশু

[D]দুই এবং তিন উভয়ই  ✓

↪ মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে?

[A]IgA

[B]IgD

[C]IgE

[D]IgG ✓

↪ কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন-

[A]ল্যামারক

[B]লুই পাস্তুর

[C]মেন্ডেল

[D]এডওয়ার্ড জেনার  ✓

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad