Scholarship Fund Update : কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেধা ভিত্তিক স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এমনকি বিভিন্ন বেসরকারি মাধ্যম থেকেও দেশের পিছিয়ে পড়া অসহায় ছাত্র ছাত্রীদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যে নানান রকমের স্কলারশিপ সময়ের সময় আনা হয়। এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা সম্পূর্ণ করার সুযোগ পান। এর মাধ্যমে বই, খাতা, পেন কেনা থেকে শুরু করে প্রতিষ্ঠানের টিউশনি ফি থেকে বাড়ির পড়াশোনার খরচ সবটাই চলে। তাই এই স্কলারশিপ বা স্টাইপেন্ড সেই সকল ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এই স্কলারশিপ হলো দেশের গরীব পড়ুয়াদের উচ্চ শিক্ষার মূল ভরসা। তবে বর্তমানে দুটি স্কলারশিপ নিয়ে পড়ুয়ার বিপাকে পড়েছেন। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নয়া আপডেট
সংখ্যালঘু পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের দেওয়া বড় স্কলারশিপ বৃত্তি প্রকল্প হলো ঐক্যশ্রী এবং সাধারণদের জন্য রাজ্য সরকারের দেওয়া বড় স্কলারশিপ বৃত্তি প্রকল্প হলো স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ সাধারণ কোর্সের উচ্চ শিক্ষার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট পড়াশোনার ক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তবে, বর্তমানে এই দুই রকমের স্কলারশিপে দেখা গেছে টাকা অমিল। পড়ুয়াদের একাংশের দাবি যে, তারা এখনো ২০২৩ থেকে ২০২৪ সালের শিক্ষাবর্ষের টাকা পাননি। সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই শিক্ষার্থীর এই স্কলারশিপের বার্ষিক টাকা পেয়ে থাকেন, কিন্তু এখন সেইসময় পেরিয়ে জুলাই মাস উপস্থিত, তা সত্ত্বেও তারা এখনো টাকা পাননি। এই দুই স্কলারশিপের কোনোরকম আপডেট নেই এখনো পর্যন্ত।
শুরু হচ্ছে টাকা ছাড়ার প্রক্রিয়া
সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজাম্মুল হোসেন ঐক্যশ্রী স্কলারশিপের বিষয়ে বলেন, “কিছু কিছু পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ অন্যান্য নথি নিয়ে কিছু গরমিল ছিল। সেগুলি সংশোধন করার জন্য কিছুটা দেরি হয়েছে। টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা যোগ্য এবং নথিপত্রে কোনো গোলমাল নেই, তারা সবাই শীঘ্রই টাকা পেয়ে যাবেন।” তবে, এখন অধিকাংশ পড়ুয়ার একটাই প্রশ্ন যে, সঠিক সময়ে টাকা না পেলে সেই টাকা কি আদৌ পড়াশোনাতে কাজে আসবে? অনেকেই এই স্কলারশিপের টাকা না পাওয়ার ফলে পরীক্ষার ফর্ম ফিলাপ এবং কলেজের টিউশনি ফিস দিতে পারেননি সঠিক সময়। জানা গেছে যে, জুলাইয়ের মধ্যেই পড়ুয়ারা সকল স্কলারশিপের টাকা পেয়ে যাবেন। বলে জানা যাচ্ছে। আর তারপরেই নতুন শিক্ষাবর্ষের জন্য শুরু হবে নতুন করে আবেদন প্রক্রিয়া। তাই পুরাতন শিক্ষাবর্ষের টাকা দেওয়া শুরু হবে খুব শীঘ্রই (Scholarship Fund Update)।