WBCAP Upgrade Alloted to Higher Preference: জেনে নিন আপগ্রেড এবং দ্বিতীয় রাউন্ডে ভালো কলেজ সম্পর্কিত নিয়ম

Published On:

WBCAP Upgrade Alloted to Higher Preference: রাজ্যের সকল ছাত্র-ছাত্রীদের কলেজ অ্যাডমিশন নিয়ে নানান রকম প্রশ্নই ওঠে আসছে। পশ্চিমবঙ্গের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোটালে ছাত্র-ছাত্রীদের অনেকের প্রথম রাউন্ডে সিট অ্যালটমেন্ট হলেও অনেকেই কোনো সিট পাননি। আর এই সিট অ্যালটমেন্ট অনুসারে ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে তাই নানা সমস্যার তৈরি হয়েছে, জাগছে মনে প্রশ্ন। যদিও ছাত্রছাত্রীদের সুবিধার জন্য উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জরিবকরা হয়েছে। তাসত্ত্বেও এই টেকনিক্যাল বিষয়গুলোই সহজ করে ছাত্র-ছাত্রীদের কাছে বুঝিয়ে বলার জন্য আজ আমরা হাজির হয়েছি আজকের এই প্রতিবেদনটি নিয়ে। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়লে ছাত্র ছাত্রীদের মনে জাগা নানান প্রশ্নের উত্তর মিলবে, উপরন্তু তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

প্রথম রাউন্ডের প্রভিশনাল এডমিশন

সকল ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, প্রথম রাউন্ড হলো প্রভিশনাল অ্যাডমিশন, অর্থাৎ তারা যে সিটে ভর্তি হচ্ছে সেটি আসলে অস্থায়ী। তারা চাইলে সেখানে স্থায়ীভাবেও ভর্তি হতে পারে। আসলে অস্থায়ীভাবে ভর্তি হওয়া প্রার্থীর  জন্য যদি দ্বিতীয় ধাপের আপগ্রেড রাউন্ডে একটি আসন বরাদ্দ করা হয়, তবে সেক্ষেত্রে ওই প্রার্থী আপগ্রেড করা আসনটি অনায়াসেই বেছে নিতে পারেন। এক্ষেত্রে প্রার্থীকে পূর্বের আসনটি অপরিবর্তনীয়ভাবে খালি করার বিষয়টি নিশ্চিত করা আবশ্যক। অপরদিকে, প্রার্থী আপগ্রেড করা আসনে ভর্তি নাও  হতে পারেন।

আপগ্রেড প্রেফারেন্স এবং লোয়ার প্রেফারেন্স যাওয়ার নিয়ম

প্রথম রাউন্ডে যেসকল শিক্ষার্থীদের আসন বরাদ্দ, তাদের ওই আসনে ভর্তি হতে হবে, না হলে পরবর্তী রাউন্ডের জন্য তুমি সুযোগ পাবে না। ভর্তির সময় একটি আপগ্রেড বিকল্প দেওয়া হবে। তারা প্রথমে ভর্তি না হয়ে, ওই আপগ্রেড বিকল্পটি ব্যবহার করতে পারবেন না কোনোমতেই। যারা প্রথম রাউন্ডে আসন পেয়েও কোনোকারণে ভর্তি হননি, তাদের দ্বিতীয় রাউন্ডে রিভাইস প্রেফারেন্স কলেজ অর্থাৎ তাদের সংশোধিত পছন্দসই কলেজের নাম জমা দিতে হবে, তখন  সিট পাওয়ার নিশ্চয়তা থাকবে। এই প্রক্রিয়া শুরু হবে ৪ঠা আগস্ট থেকে। তবে, তখন চাইলেও প্রথম রাউন্ডের সিটটি ফিরে পাওয়া যাবে না। তাই আগে প্রথম রাউন্ডে ভর্তি হয়ত খুব দরকার।

WBCAP Alloted to Higher Preference & Upgrade Process

Alloted to Higher Preference – পড়ুয়ারা নিজের প্রেফারেন্স লিস্ট অনুযায়ী এর থেকে ভালো কলেজ পেয়েছ বলে সেই কলেজ থেকে তাকে অন্য কলেজে দেওয়া হয়েছে।

How to Upgrade – অন্য কলেজ সুযোগ পেতে চাইলেও আগে পড়ুয়াকে কোনো একটি কলেজে ভর্তি হয়ে থাকতেই হবে।

উল্লেখ্য, অনেকেই বলছে যে, দুই বা তিনে পেয়েছে, কিন্তু তারা পাঁচ বা ছয় অ্যাডমিশন নিতে চায়। কেউ আবার বলছে দশে অ্যাডমিশন নিতে চায়। আদতে এটা কোনোমতেই সম্ভব নয়। পড়ুয়া যেখানে প্রেফারেন্স ১ দিচ্ছে, তার মানে হলো সেটাই তোমার সব থেকে পছন্দের কলেজ। তাই ওপরের দিকের কোনো রেফারেন্সে নাম চলে আসলে তার নিচে নামার আর সম্ভাবনা নেই, কিন্তু যদি আপগ্রেড হয়, তবে ওপরের দিকের কলেজে যেতে পারবেন এবং পুনরায় নিজের পছন্দসই কলেজে ভর্তি হতে পারবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad