Income Tax : অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত মঙ্গলবার কেন্দ্র সরকারের তৃতীয় মেয়াদের বাজেট পেশ করেছেন। লোকসভা নির্বাচনের পর এই বাজেটকে ঘিরে মধ্যবিত্তের প্রত্যাশা ছিল অধিক। জল্পনা ছিল, ব্যক্তিগত কর বা আয়কর ফ্রন্টে একটি বড় ত্রাণের কথা বাজেটে ঘোষণা করা হতে পারে। এই বাজেটে একদিকে পুরনো কর ব্যবস্থায় করের হার একই রাখা হয়েছে এবং অপরদিকে নতুন কর ব্যবস্থায় আয়কর স্ল্যাব পরিবর্তনের পাশাপাশি বেতনভোগী শ্রেণীর জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৫ হাজার টাকা। নতুন কর ব্যবস্থায় যাদের বার্ষিক আয় ৮.২৫ লক্ষ টাকা পর্যন্ত, তাদের কোনো রোকম কর দিতে হবে না বলেই জানানো হয়েছে। বিশেষ বিষয়, পেনশনভোগীদের জন্য পারিবারিক পেনশনের উপর কর কর্তন ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে একলাফে ২৫ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে।
১৭,৫০০ টাকা পর্যন্ত কর কম দিতে হবে
কেন্দ্রীয় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছিলেন যে, নতুন কর ব্যবস্থায় (Income Tax 2024)একজন বেতনভোগী কর্মচারীকে আয়করের ক্ষেত্রে ১৭,৫০০ টাকা পর্যন্ত কর কম দিতে হবে। বর্তমানে, আয়করদাতাদের দুই-তৃতীয়াংশ নতুন কর ব্যবস্থা গ্রহণ করেছে, তাই বেশিরভাগ মানুষই এর থেকে উপকৃত হবেন বলেই জানান অর্থমন্ত্রী সীতারমন। নয়া কর ব্যবস্থায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করায় ১৫ লক্ষ টাকা বা তার বেশি করযোগ্য আয়ের লোকেরা এই অতিরিক্ত ২৫ হাজার টাকার উপর ৩০ শতাংশ হারে ৭,৫০০ টাকা কর সাশ্রয় করতে সক্ষম হবেন। নয়া কর ব্যবস্থায় গত অর্থবছরের তুলনায় এই বছর ১০ হাজার টাকা কম কর দিতে হবে, এর ফলে মোট সাশ্রয় হবে ১৭,৫০০ টাকা।
কত আয়ে কত কর দিতে হবে?
অর্থমন্ত্রী বলেন, নতুন কর ব্যবস্থায় ৩ থেকে ৭ লাখ টাকা আয়ের উপর ৫ শতাংশ, ৭ থেকে ১০ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ এবং ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ের উপর ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ টাকার উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর দিতে হবে। ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর ছাড় দেওয়া হয়েছে। রয়েছে। নতুন করে ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন বার্ষিক ৭৫,০০০ টাকা করায় ৭.৭৫ লাখ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিদের কোনো কর দিতে হবে না। তবে, ব্যক্তির বার্ষিক আয় যদি ৭.৭৫ লক্ষ টাকার থেকে ১ টাকাও বেশি হয়, তবে সেক্ষেত্রেও নয়া করব্যবস্থা অনুযায়ী ওই ব্যক্তিকে কর দিতে হবে ১০ শতাংশ হারে (Income Tax 2024)।