Gram Panchayat Job: কীভাবে পাবেন পঞ্চায়েতে চাকরি? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা ও বেতন কত? জেনে নিন

Published On:

Gram Panchayat Job: গ্রামাঞ্চলের বাসিন্দারা প্রায় বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য গ্রাম পঞ্চায়েত অফিস যান (Gram Panchayat Job)। আর এই পঞ্চায়েত অফিসে বিভিন্ন পদের বিভিন্ন সরকারি এবং স্থানীয় কর্মী থাকেন। অনেকের মনেই প্রশ্ন জাগে কীভাবে পঞ্চায়েত অফিসে চাকরির জন্য আবেদন করা যাবে? এখানে আবেদন করতে গেলে কোন বিষয়ে পড়াশোনা করতে হবে? কোন কোন পদ রয়েছে? কম্পিউটার জানতে হবে কি না ইত্যাদি আরো কত কি। আজকের প্রতিবেদনে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। তাই দেরি না করে প্রতিবেদনটা সম্পূর্ণ পড়ে নিন।

পদের নাম, যোগ্যতা ও বেতন

গ্রাম পঞ্চায়েত অফিসে বিভিন্ন স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং গ্রুপ- ডি সহ ভিন্ন ভিন্ন পদ রয়েছে। কোন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বেতন সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো (Gram Panchayat Job)।

১) গ্রাম পঞ্চায়েত কর্মী

পঞ্চায়েতের ক্লার্কের কাজ করতে হয়। খাজনার বিল থেকে শুরু করে জমা, সাধারণ বাসিন্দাদের বিভিন্ন ফর্ম পূরণ সহ বিভিন্ন কাজে সাহায্যের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প গুলোর বিষয়েই কাজ করতে হয় গ্রাম পঞ্চায়েত কর্মীকে।
যোগ্যতা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের দশম শ্রেণী পাস করে থাকতে হবে। 
বয়স – এই পদের আবেদনের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন – উল্লিখিত পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

২) নির্মান সহায়ক

নির্মাণ সহায়ককে বিভিন্ন বাড়ি, দোকান নকশা অনুমোদন থেকে শুরু করে যেকোনো ধরনের নির্মাণ বিষয়ক সহায়তা প্রদান করতে হয়, অর্থাৎ নির্মাণ সহায়ক হলেন মূলত গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার।
যোগ্যতা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা অথবা  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। 
বয়স – এই পদের আবেদনের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন – উল্লিখিত পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

৩) গ্রাম সহায়ক কর্মী

গ্রাম পঞ্চায়েত প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং সেক্রেটারি ও নির্বাহী সহায়ককে বিভিন্ন কাজে সহায়তা করাই  হলো গ্রাম সহায়ক কর্মীর কাজ।
যোগ্যতা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস করে থাকতে হবে।
বয়স – এই পদের আবেদনের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন – উল্লিখিত পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

৪) পঞ্চায়েত সেক্রেটারি (গ্রাম সচিব)

গ্রাম পঞ্চায়েতের যেকোনো প্রশাসনিক কাজ পরিচালনা করা এবং সভার কার্যবিবরণী রেকর্ড করায় হলো গ্রাম সচিব বা পঞ্চায়েত সেক্রেটারির কাজ। তিনি হলেন একজন মুখ্য পদকর্তা।

যোগ্যতা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস করে থাকতে হবে এবং প্রার্থীকে কোনো স্বীকৃত সংস্থা থেকে ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করে থাকতে হবে।
বয়স – এই পদের আবেদনের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন – উল্লিখিত পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

৫) নির্বাহী সহকারি

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা নির্বাহী সহায়ক হলেন দায়িত্বপ্রাপ্ত পদকর্তা, যিনি প্রশাসনিক সহায়তা প্রদান সহ বিভিন্ন অফিসিয়াল কাজ পরিচালনা ও গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করে থাকেন।
যোগ্যতা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক হতে হবে এবং প্রার্থীকে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
বয়স – এই পদের আবেদনের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন – উল্লিখিত পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

আবেদন পদ্ধতি

প্রার্থীরা পঞ্চায়েত নিয়োগ বোর্ডের তরফ থেকে আয়োজিত পরীক্ষার মাধ্যমে উপরিউক্ত পদগুলিতে চাকরি পেয়ে থাকেন। প্রতিবছর এই পরীক্ষা হয় না, তবে ২০২৪ থেকে ২০২৫ এ এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এমনকি, বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই দেখে নিতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইটে : https://wbprms.in/

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad