Police Recruitment Exam Training: অনেকেরই স্বপ্ন থাকে পুলিশে চাকরি করার, তবে অনেকেই জানেন না যে, কীভাবে এই চাকরির জন্য প্রস্তুতি নেবেন কিংবা পরীক্ষায় সফল হতে পারবেন। তাই এবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফ থেকে রাজ্যের সংখ্যালঘু পরিবারের চাকরিপ্রার্থীদের জন্য পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রাক নিয়োগ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। যারা এই প্রশিক্ষণ নেবেন তাদের কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানা গেছে। অনেকের মতে, সরকারের এই উদ্যোগে প্রচুর সংখ্যক মানুষ উপকৃত হবেন। বিশেষ করে পুলিশের কনস্টেবল পরীক্ষায় পাশ করার জন্য শারীরিক কুশলতার প্রয়োজন রয়েছে। তাই আলাদা করে এই প্রশিক্ষণ নেওয়া থাকলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এখানে কীভাবে আবেদন করা যাবে, যোগ্যতা কী প্রয়োজন এবং কতদিন ধরে এই আবেদন চলবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
প্রশিক্ষণের যোগ্যতা
১) পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পরিবারের প্রার্থীরাই এই প্রশিক্ষণ নিতে পারবেন। আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এক্ষেত্রে মুসলিম, পার্সি, শিখ, বৌদ্ধ, খ্রীষ্টান, জৈনরা এই প্রশিক্ষণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
২) এই প্রশিক্ষণের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
৩) প্রার্থীদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
৪) এই প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে পুরুষদের ১৬৭ সেন্টিমিটার এবং মহিলাদের ১৬০ সেন্টিমিটার উচ্চতা হতে হবে, তবে গোর্খাদের ক্ষেত্রে উচ্চতায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা হতে হবে ১৬০ সেমি ও মহিলাদের উচ্চতা হতে হবে ১৫২ সেমি।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ঠা আগষ্ট, ২০২৪ এবং প্রার্থীদের wbmdfc.org এই ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে হবে আবেদনের জন্য, এছাড়াও ১৮০০-১২০-২১৩০ এই নম্বরে ফোন করেও প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
প্রশিক্ষণ কতদিন ধরে পর্ব চলবে?
আপনাদের জানিয়ে রাখি যে, সপ্তাহে দু থেকে তিনদিন এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।এই প্রশিক্ষণপর্ব তিনমাস ধরে চলবে। এর জন্য যাবতীয় খরচ বহন করবেন সরকার।