Har Ghar Tiranga Certificate: হাতে গোনা মাত্র কটাদিন। আর তারপরেই ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে এই দিনটিতেই অর্থাৎ ১৫ই আগস্টে অনেক লড়াই, সংগ্রাম করে আমাদের দেশ ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে ১৫ই আগস্ট দিনটি প্রতিবছর স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের এবং গৌরবের একটি দিন। দেশের প্রতি ভালোবাসা দেখাতে সরকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল দেশবাসীকে একটা বিশেষ সার্টিফিকেট দিচ্ছে, যার নাম ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga Certificate)। এই সার্টিফিকেটটি আপনি কীভাবে পাবেন আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করা হলো। চলুন জেনে নেওয়া যাক।
হার ঘর তিরঙ্গা সার্টিফিকেট
১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জাতীয় পতাকার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপনে কেন্দ্র সরকারের উদ্যোগে ক্যাম্পেন চালানো হচ্ছে, যেখানে ভারতীয় হিসেবে জাতীয় পতাকার সঙ্গে একটা ছবি তুলে সেটাকে নির্দিষ্ট ওয়েবসাইট এর মাধ্যমে জমা করতে হবে।
সার্টিফিকেট কীভাবে পাওয়া যাবে?
খুব সহজেই আপনি এই সার্টিফিকেট পেতে পারেন। নিজের মোবাইল থেকেই বাড়িতে বসে এই সার্টিফিকেট পাওয়া যাবে। এর জন্য প্রথমে মোবাইলে harghartiranga.com ওয়েবসাইটে গিয়ে “Upload Selfie” এই অপশনে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর, রাজ্য এবং ভারতের জাতীয় পতাকার সঙ্গে নিজের একটা ছবি আপলোড করতে হবে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে নিজের সার্টিফিকেটটি ডাউনলোড করে নেওয়া যাবে। সকল দেশবাসীরা ১৫ই আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা সার্টিফিকেটটি (Har Ghar Tiranga Certificate) ডাউনলোড করতে পারবেন।
সার্টিফিকেটের সুবিধা
এই সার্টিফিকেটে কোনো বিশেষ সুবিধা মিলবে না, তবে এটা নিজের দেশপ্রেমের প্রমাণ। সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে অবশ্যই এবারের স্বাধীনতা দিবসে এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন।