SBI Loan : গত ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ভারতের সর্ব বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের একটি দুসংবাদ দিয়েছে। ওই দিন থেকে ঋণের উপর সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত জুন মাসেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঋণের উপর সুদের হার বৃদ্ধি করা হয়েছিল, এরপর মাস দুই কাটতে না কাটতেই ফের বৃদ্ধি করা হলো সুদের হার। আজ আমরা আলোচনা করতে চলেছি স্টেট ব্যাংকে কত শতাংশ সুদের হার বৃদ্ধি করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত (SBI Loan)।
বৃদ্ধি করা হলো স্টেট ব্যাংকের লোনের সুদের হার
স্টেট ব্যাংকের নতুন সুদের হার কার্যকর হয়েছে গত ১৫ই আগস্ট থেকে। নতুন করে সুদের হার বৃদ্ধি করার ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে লোন নেওয়া গ্রাহকদের উপর। স্টেট ব্যাংক লোনের ক্ষেত্রে মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। লোনের ক্ষেত্রে সুদের হার কত হবে সেটি নির্ভর করে মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট এর উপর, অর্থাৎ কোনো গ্রাহক সর্বনিম্ন যে সুদের হারে লোন পান তাকে মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট বা মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট বলে। স্টেট ব্যাংকের লোনের ক্ষেত্রে কোন মেয়াদে কত শতাংশ সুদ বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে নিম্নে আলোচনা করা হলো (SBI Loan)।
সুদের হার কোন মেয়াদে কত?
* রাতারাতি বা ওভার নাইট পুরনো সুদের হার ৮.১০% এবং নতুন সুদের হার ৮.২০%
* ১ মাসের জন্য পুরনো সুদের হার ৮.৩৫% এবং
নতুন সুদের হার ৮.৪৫%
* ৩ মাসের জন্য পুরনো সুদের হার ৮.৪০% এবং নতুন সুদের হার ৮.৫০%
* ৬ মাসের জন্য পুরনো সুদের হার ৮.৭৫% এবং নতুন সুদের হার ৮.৮৫%
* ২ বছরের জন্য পুরনো সুদের হার ৮.৯৫% এবং নতুন সুদের হার ৯.০৫%
* ৩ বছরের জন্য পুরনো সুদের হার ৯.০০% এবং নতুন সুদের হার ৯.১০%
লোনের ইএমআই বৃদ্ধিতে চিন্তায় গ্রাহকরা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি বছরেই জুন মাসে মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট ৩০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল, যার ফলে গাড়ি কিংবা বাড়ি লোন ছাড়াও শিক্ষা ঋণের ক্ষেত্রেও গ্রাহকদের উপর ইএমআই এর বোঝা বেড়েছিল। চলতি বছরের আগস্ট মাসের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নেন রেপো রেট অপরিবর্তিত রাখার। বর্তমান রেপো রেট ৬.৫ শতাংশ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সকল সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোকে যে হারে ঋণ দিয়ে থাকে তার পরিমাপ হলো এই রেপো রেট। আর এই রেট হ্রাস বা বৃদ্ধির ভিত্তিতে ব্যাংকের লোনের সুদের হার পরিবর্তন হয়, তবে রেপো রেট অপরিবর্তিত থাকে সত্ত্বেও স্টেট ব্যাংক লোনের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করায় মাথায় হাত পড়েছে গ্রাহকদের (SBI Loan)।