Oasis Scholarship 2024-2025 : দারুন সুখবর রয়েছে রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপে আবেদন প্রক্রিয়া। যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক, তারা খুব শীঘ্রই এই স্কলারশিপে আবেদন করে নিতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা এই স্কলারশিপ সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান করতে চলেছি। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
ওয়েসিস স্কলারশিপ ২০২৪-২০২৫ (Oasis Scholarship 2024-2025)
রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি জনপ্রিয় স্কলারশিপ হলো ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয় রাজ্য সরকারের শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের অধীনে, যার মাধ্যমে ছাত্র ছাত্রীরা পান বার্ষিক ৫০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। সম্প্রতি ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদন করতে গেলে প্রার্থীর কী কী যোগ্যতা লাগবে সেই সম্পর্কে বিস্তারিত।
যোগ্যতা (Oasis Scholarship 2024-2025)
ওয়েসিস স্কলারশিপ এ কারা কারা আবেদন জানাতে পারবেন সেই বিষয়ে নিম্নে আলোচনা করা হলো।
১) ছাত্র-ছাত্রীদের ওয়েসিস স্কলারশিপে আবেদন করার জন্য SC, ST, OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
২) ছাত্র- ছাত্রীদের এই স্কলারশিপে আবেদন করার জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগবে না, তবে পাস নম্বর থাকতে হবে।
৩) এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র- ছাত্রীদের পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে, তবেই ছাত্র ছাত্রীরা স্কলারশিপের টাকা পাবেন।
৪) পড়ুয়ার নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে, তবেই এই স্কলারশিপের থেকে টাকা পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি (Oasis Scholarship 2024-2025)
এই স্কলারশিপ এ আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসার জন্য ছাত্রছাত্রীরা হেল্পলাইন নম্বরে ফোন করে জানতে পারবেন।
হেল্পলাইন নম্বর : +৯১-৮৪২০০২৩৩১১
অফিসিয়াল ওয়েবসাইট : oasis.gov.in
সরাসরি রেজিস্টার করুন : Register Now