OBC Scholarship : রাজ্য সরকারের বেনিয়মে সংখ্যালঘু সহ বিশেষ কিছু শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করে সুবিধা পাইয়ে দেওয়ার কারণেহাইকোর্টের তরফ থেকে রাজ্যের প্রায় পাঁচ লক্ষ ওবিসি কার্ড বাতিল করা হয়েছে। পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেই সিদ্ধান্ত এখন বিচারাধীন। অপরদিকে ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ওবিসি স্কলারশিপ এর নতুন আবেদনপত্র পূরণ শুরু হয়ে গেছে। অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে, যাদের ওবিসি কার্ড বাতিল করা হয়েছে, তাদের কী হবে? কারাই বা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য? আজকের প্রতিবেদনে আমরা মানুষের মনের সকল কৌতুহল দূর করতে চলেছি। বিস্তারিত জানতে পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি (OBC Scholarship)।
যাদের ওবিসি কার্ড বাতিল হয়েছে, তারা আবেদন করবেন কীভাবে?
রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে প্রি মেট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কুল এবং কলেজ পড়ুয়াদের স্কলারশিপের টাকা দিয়ে থাকে। যেসকল পড়ুয়ারা ইতিমধ্যই কেন্দ্র সরকারের ওবিসি লিস্টে রয়েছেন, তাদের স্কলারশিপের জন্য আবেদন এবং টাকা পাওয়ার ক্ষেত্রে কোনোরকম সমস্যা হবে না (OBC Scholarship)। বর্তমানে ওবিসি কার্ড বাতিল সংক্রান্ত মামলাটা সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এই নিয়ে পুরোপুরি শুনানি হয়নি। সেক্ষেত্রে আপাতত ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করে যাওয়াই ভালো এই বিষয়ে, আর তাছাড়া যেসকল সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা ওবিসি স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাদের জন্য ইতিমধ্যেই ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Minority Scholarship) রয়েছে। এর ফলে খুব একটা প্রভাব পড়বে না তাদের ওপর। আপাতত তারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন জানাতে পারবেন এবং সরকারের তরফ থেকে সাহায্য পেতে পারবেন।
কারা ওবিসি স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন?
যে সকল পড়ুয়াদের ২০১১ সালের আগেই ওবিসি হিসাবে সরকারি খাতায় নাম নথিভুক্ত ছিল এবং কোনোরকম লিস্ট বাতিল হয়নি তারা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রার্থীর কার্ড পরে হয়ে থাকলেও কোনোরকম চিন্তা করার কারণ নেই, প্রার্থীরা নির্দ্বিধায় ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship) পোর্টালে আবেদন জানাতে পারবেন।
রাজ্য সরকারের ওবিসি তালিকা : WB OBC List 2024
অনলাইন ওবিসি স্কলারশিপ পোর্টাল : oasis.gov.in