AIESL Job Recruitment 2024 : দারুন সুযোগ! এবার কর্মী নিয়োগ হতে চলেছে এয়ার ইন্ডিয়াতে, বেতন ২৭ হাজার টাকা

Published On:

AIESL Job Recruitment 2024 : বর্তমানে একের পর এক চাকরির খবর প্রকাশ্যে আসছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুলছে একের পর এক সুযোগের দরজা। আর এবার আরো একটি দুর্দান্ত চাকরির সুযোগ করে দিল ভারতের প্রসিদ্ধ বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। আসলে, এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা নির্বিশেষে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে রইলো নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। চলুন দেখে নেওয়া যাক এক নজরে।

পদের নাম— রিজিওনাল সিকিউরিটি অফিসার,অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার (সিকিউরিটি)

শূন্যপদ— ৭৬টি। রিজিওনাল সিকিউরিটি অফিসার পদের জন্য ৩ জন এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার (সিকিউরিটি) পদের জন্য ৭৩ জন কর্মী নিয়োগ করা হবে।

মাসিক বেতন— রিজিওনাল সিকিউরিটি অফিসার পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে ৪৭,৬২৫ টাকা বেতন প্রদান করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার (সিকিউরিটি) পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে ২৭,৯৪০ টাকা বেতন প্রদান করা হবে।

বয়সসীমা— রিজিওনাল সিকিউরিটি অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার (সিকিউরিটি) পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদেরকে বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা— এখানে (AIESL Job Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। এর পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা যোগ্যতার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

নিয়োগের স্থান— উল্লিখিত পদগুলির জন্য কর্মী নিয়োগ করা হবে এয়ার ইন্ডিয়ার দিল্লি, মুম্বাই, নাগপুর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম ডিভিশনে।

আবেদন পদ্ধতি— সংশ্লিষ্ট পদগুলিতে (AIESL Job Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। এর জন্য প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে সকল তথ্য সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করার পর এর সঙ্গে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথি একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করলেই প্রার্থীর আবেদন সম্পন্ন হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— Chief Human Resources Officer, AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurobindo Marg, New Delhi – 110003

প্রয়োজনীয় নথি — উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য যে যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হলো –

* প্রার্থীর আধার কার্ড বা ভোটার কার্ড
* প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
* প্রার্থীর BCAS Basic AVSEC সার্টিফিকেট, ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট, NOC সার্টিফিকেট
* প্রার্থীর বয়সের প্রমাণপত্র

আবেদনের শেষ তারিখ— ২৪শে সেপ্টেম্বর, ২০২৪

Official Notification: Download Now
Official Website: Click Here

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad