উচ্চমাধ্যমিকের পাঠক্রমে আমূল পরিবর্তন

Published On:

News Desk : কেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষানীতির অনুকরণেই কিছু কাটছাঁট করে তৈরি হয়েছে রাজ্যের পরিবর্তিত শিক্ষানীতি। এর নয়া নীতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরন এবং একাদশ দ্বাদশ শ্রেণির পাঠক্রমে বদল ঘটেছে অনেকটাই। একদিকে নতুন ভাবে একাদশ-দ্বাদশ শ্রেণিতে আসতে চলেছে সেমেস্টার সিস্টেম এবং সেমেস্টারের সঙ্গে সঙ্গে বদল আসছে বিষয় নির্বাচন এবং পাঠ্যসূচিতেও। চলতি মাসের মধ্যেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা দফতর, খবর বিশেষ সূত্রে। যা বেশ কিছুটা নতুন মডেলে।

এরপরে সরকারি ছাড়পত্র মিললেই এই সিলেবাস অনুযায়ী নতুন করে শুরু হবে একাদশ দ্বাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের লেখাপড়া। উচ্চমাধ্যমিক সিলেবাস রিভিউ কমিটির সঙ্গে দ্বিতীয় বৈঠকের পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য, ‘সব বিষয়েই সিলেবাস পূনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক। সরকারের অনুমতি পেলেই তা চালু করা হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে।’

সিলেবাস এবং পাঠক্রমের আমূল পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। প্রতিটি বিষয় শেখবার জন্য অন্তত ২০০ ঘন্টা সময় বরাদ্দের প্রস্তাব আনার হচ্ছে। এক একটি অধ্যায়ের ক্ষেত্রে সময় সুন্দর ভাবে বিভাজন করা হবে। এই বছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে উঠলেই ২০২৪ সাল থেকে শুরু হতে চলেছে রাজ্যের এই নতুন পাঠক্রম।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad