বোর্ড পরীক্ষা পদ্ধতিতে বিরাট বদল আনছে সিবিএসই

Published On:

News Desk : ঘোষণা হয়েছিল আগেই, এবার নতুন শিক্ষাবর্ষে তা হাতে কলমে প্রয়োগ শুরু করল সিবিএসই বোর্ড। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার থেকে বছরে দু’বার করে হবে বোর্ড পরীক্ষা। ছাত্রছাত্রীরা তাদের চেষ্টায় যেই পরীক্ষাটিতে সর্বোচ্চ নম্বর পাবে, সেটিই ধরা হবে তাদের প্রাপ্ত নম্বর হিসাবে। জাতীয় শিক্ষানীতি ২০২০-তে জাতীয় পাঠ্যক্রম কাঠামো এর অধীনে এই পরিবর্তন গুলি চালু করছে সিবিএসই। ফলে শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ক ভীতি এবং পরীক্ষার সময় চাপ বা উদ্বেগ কমান সম্ভব হবে বলে মনে করছেন একাংশ শিক্ষক।

পরীক্ষার বিষয়টি ছাড়াও শিক্ষার্থীরা তাদের পছন্দমত বিষয় নির্বাচন করতে পারবে জাতীয় শিক্ষানীতি অনুসারে। দশম শ্রেণি পরবর্তীতে বিজ্ঞান কলা কিংবা অর্থনীতি যেকোনও শাখার বিষয়ই একত্রে পড়তে পারবেন কোনও পরীক্ষার্থী। এর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের দুটি ভাষা শিখতে হবে, যার মধ্যে একটি হতে হবে ভারতীয় ভাষা। জাতীয় শিক্ষানীতি নিয়ে দেশের একাংশ শিক্ষক শিক্ষিকা যেমন উচ্ছ্বসিত, তেমনি বেশ কিছু শিক্ষক শিক্ষিকা শিক্ষানীতির গৈরিকীকরণ ও বেসরকারিকরণের নীতি নিয়ে ক্ষুব্ধও।

সিবিএসই বোর্ড আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে এখানে। তারা স্পোর্টস ইভেন্ট কিংবা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিছু ছাড় দেবে। বোর্ড পরীক্ষার দিন যদি স্পোর্টস ইভেন্ট বা অলিম্পিয়াডের মত কর্মসূচি পড়ে, তাহলে তার জন্য পরে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান হয়েছে। তবে, প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোনও সুযোগ পাবে না সেই শিক্ষার্থী।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad