News Desk : প্রতিবছরের মতো এই বছরেও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষা। পশ্চিমবঙ্গের সাইন্স এর ছাত্র ছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ন এই পরীক্ষা। প্রতিবছর হাজার হাজার ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন এই পরীক্ষায়। সামনেই জয়েন্ট এন্ট্রান্স এর মত গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হতে চলেছে, আর সেই পরীক্ষায় সাফল্য অর্জনের জন্যে ছাত্র ছাত্রীদের মধ্যে তোড়জোড়ও তুঙ্গে। আজকের প্রতিবেদনে আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৪ -এর সমস্ত গুরুত্তপূর্ণ তথ্য যেমন কবে পরীক্ষা, কীভাবে ফর্ম ফিলাপ করতে হবে সব বিষয়ে খুঁটিনাটি তথ্য দিতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক।
কবে থেকে শুরু হবে পরীক্ষা?
পরীক্ষা শুরুর কয়েক মাস আগে থাকতে বোর্ডের তরফে একটি ইনফরমেশন বুলেটিন প্রকাশ করা হয়, যেখানে পরীক্ষার তারিখ, ফর্মফিলাপ কবে থেকে শুরু হবে, ফর্ম ফিলাপের সময় কোন কোন বিষয় নজর দিতে হবে প্রভৃতি বিষয়ে ভালোভাবে উল্লেখ করা হয়। কিছুদিন আগে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে ইনফরমেশন বুলেটিন জারি করা হয়, যেখানে বলা হয়েছে আগামী ২৮শে এপ্রিল রবিবার গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।
পরীক্ষার সময়সূচি
প্রথম পত্র অঙ্কের পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্র ফিজিক্স ও কেমিস্ট্রির পরীক্ষাটি দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে।
কীভাবে আবেদন করবেন ?
পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করতে হবে পরীক্ষার্থীদের। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন চলবে চলতি বছরের ৩১শে জানুয়ারি পর্যন্ত।
আবেদন ফি কত?
পরীক্ষায় অংশ গ্রহন করতে ছাত্র ছাত্রীদের আবেদন ফি জমা করতে হবে। এই পরীক্ষায় বসতে জেনারেল ক্যাটাগরির ছাত্রদের ফি বাবদ ৫০০ টাকা এবং ছাত্রীদের দিতে হবে ৪০০ টাকা। সংরক্ষিত শ্রেণীর ছাত্রদের জমা দিতে হবে ৪০০ টাকা এবং ছাত্রীদের দিতে হবে ৩০০ টাকা। এমনকি জানা গেছে যে, থার্ড জেন্ডার প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। এই বিষয়ে খুঁটিনাটি জানতে চোখ রাখুন WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে।