News Desk : চলছে শীতের আমেজ, তবে সেভাবে যদিও এবারে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি, মাঝে মাঝে একটু করে শীতের দেখা মিললেও শীত যেনো লুকোচুরি খেলি চলেছে। প্রতিবারের মতো শীতের কামড় এবারে নেই বললেই চলে। তাই যারা শীতকাতুরে তাদের জন্য ভালো সময় কাটলেও শীতপ্রেমীরা হয়েছেন বেজায় হতাশ। আর এই হতাশার মাঝেই শোনা গেলোএক অবাক করা খবর। শীত উপলক্ষে নাকি এবারে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে সরকার। এই খবর শুনে নিশ্চয়ই আপনার চক্ষু চড়ক গাছ? আপনি নিশ্চই ভাবছেন যে, ঠান্ডার তেমন দেখা নেই অথচ হঠাৎ শীত উপলক্ষে ছুটির মেয়াদ বেড়ে গেল কীকারণে? বিষয়টা ভাবিয়ে তোলার মতোই। তবে আর বেশি ভাববেন না।
বইবে তীব্র শৈত্য প্রবাহ
আসলে এমন অবাক ব্যাপার বাংলার স্কুলে ঘটছে না, তাই অযথা কপালে চিন্তার ভাঁজ ফেলে লাভ নেই। বর্তমানে পশ্চিমবঙ্গের স্কুলগুলো নিয়ম মতই চলছে। আসলে কথা হচ্ছে দিল্লির স্কুলগুলোকে নিয়ে। আমাদের রাজ্যে এবার সেই ভাবে ঠান্ডা না পড়লেও উত্তর ভারতের রাজ্যগুলিতে রীতিমতো জাঁকিয়ে শীত পড়েছে। আর ঠান্ডা দিনে দিনে বেড়েই চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে অনুযায়ী, দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলির উপর দিয়ে আগামী কয়েক দিন তীব্র শৈত্য প্রবাহ বইবে। আবার তার ওপর রয়েছে শীতকালীন বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির কারণে বাড়ছে শীত
এরফলে বৃষ্টির কারণে তাপমাত্রা আরো ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে বলে জানিয়েছেন আবহবিদরা। এই তীব্র শীতে অল্পবয়সী ছেলে মেয়েদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের পরামর্শ এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে দিল্লির আপ সরকারের শিক্ষা দফতর সিদ্ধান্ত নেয় যে, রাজ্যের স্কুলগুলির শীতকালীন ছুটি আরো ১০ দিন বাড়ানো হবে। এবার তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ছুটির মেয়াদ গতকাল অর্থাৎ ১০ই জানুয়ারি শেষ হয়েছে, তবে দিল্লির তাপমাত্রা এখনো খুব একটা বদলায়নি। যদিও আপ পরিচালিত দিল্লি সরকার স্কুলের ছুটির মেয়াদ বৃদ্ধি করবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত আর কিছু জানায়নি, তবে অভিভাবকদের একাংশ চাইছেন কয়েকদিন ছুটির মেয়াদ বৃদ্ধির জন্য, যাতে শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে অসুস্থ না হয়।