শতাধিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েল ইন্ডিয়া লিমিটেড

Published On:

Job News Desk : অয়েল ইন্ডিয়া লিমিটেডে 102 শূন্যপদে মিলবে চাকরি।
অয়েল ইন্ডিয়া লিমিটেডে শতাধিক শূন্যপদে নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাষ্ট্রায়ত্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। এর জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ oilexecutive.cbtexamportal.in-এ লগ ইন করতে বলা হয়েছে।

শূন্যপদ — OIL-র তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়ার অফিসার পদে চাকরি হবে 102 জনের। মোট তিনটি গ্রেডে এদের নিয়োগ করবে এই রাষ্ট্রায়ত্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স — উল্লেখ্য, গ্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ক্ষেত্রে তারতম্য রাখা হয়েছে। এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিতে বলেছে পরীক্ষা নিয়ামক সংস্থা।

আবেদন ফি –— এই পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে জেনারেল ও OBC ক্যাটেগরির পড়ুয়াদের ফি বাবদ দিতে হবে 500 টাকা। এর সঙ্গে যুক্ত হবে কর বা GST। তবে সংরক্ষিত ক্যাটেগরির পড়ুয়াদের মধ্যে SC, ST, বিশেষ ভাবে সক্ষম ও প্রাক্তন সেনা কর্মীদের কোনও ফি লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া — দু’টি পর্যায়ের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে OIL কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে থাকবে 100 নম্বরের কম্পিউটার বেসড টেস্ট বা CBT। এতে জেনারেল ক্যাটেগরির চাকরিপ্রার্থীদের যোগ্যতা মান 50 শতাংশ রাখা হয়েছে। অন্যদিকে 40 শতাংশ নম্বর পেলেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে SC, ST ও বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা।

দ্বিতীয় পর্যায়ে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ দিতে হবে প্রার্থীদের। এতে পূর্ণ মান 15। এই হার্ডেল টপকালে তবেই মিলবে নিয়োগ পত্র। 29 জানুয়ারি পর্যন্ত এই পদগুলিতে করা যাবে আবেদন।

Official Website — Click Here

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad