PM Kisan Yojana : বিরাট সুখবর! এবার টাকার পরিমাণ বাড়াছে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে

Published On:

News Desk : সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই বড় খবর। এবার বাড়ানো হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে টাকার পরিমাণ। এই প্রকল্পে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয় এখন, তবে এবার এই টাকার পরিমাণ বাড়িয়ে ৮ হাজার করার বিষয়ে কেন্দ্র সরকার চিন্তাভাবনা করছে। এই প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে যে, দ্রুতই সরকারের তরফ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাড়ে আট কোটি কৃষক পাচ্ছেন সুবিধা

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করার মূল উদ্দেশ্য হলো কৃষকদের সাহায্য করা। চলতি বছরে এপ্রিল থেকে মে মাসে লোকসভা নির্বাচন হবে, আর তার আগেই কৃষকদের এই প্রকল্পে যে ৬ হাজার টাকা করে দেওয়া হয়, তার পরিমাণ বাড়ানো হতে পারে বলে জানা গেছে। এমনকি এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধাগুলিও বৃদ্ধি করা হতে পারে বলেও জানা গেছে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প চালু করে। এই প্রকল্পের অধীনে কৃষকদের বছরে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। এই প্রকল্পে প্রতি চার মাস অন্তর সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা পড়ে। এই প্রকল্পে এখনো পর্যন্ত ১৫টি কিস্তিতে ২.৭৫ লাখ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে কৃষকদের। এখন দেশের প্রায় সাড়ে আট কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে। এই প্রকল্পের জন্য কেন্দ্রসরকার গত বছরের নভেম্বর মাসে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এমনকি, গত বছর জুলাই মাসেও ওই কিস্তির টাকা বরাদ্দ করা হয়েছিল।

গবির কল্যাণ যোজনা

কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে, যাতে দেশের সবাই বিনামূল্যে খাদ্যশস্য পান। এই প্রকল্পে জাতীয় খাদ্য নিরপত্তা আইনে নিয়মিত খাদ্যশস্য দেওয়ার পাশাপাশি প্রতি মাসে প্রত্যককে ৫ কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে।

কীভাবে পাবেন প্রকল্পের সুবিধা?

প্রধান কিষাণ প্রকল্পে কীভাবে সুবিধা পাবেন তা জানতে আপনাকে  pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ওই ওয়েবসাইটের ‘Know Your Status’-এ ক্লিক করার পর উপভোক্তা তার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ‘ক্যাপচা কোড’ দেওয়ার পরেই সব তথ্য জানতে পারবেন। সেখানে আপনি দেখতে পাবেন যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কীভাবে আবেদন করা যায় এবং এর কী কী নিয়ম আছে, এছাড়াও আপনি দেখতে পাবেন যে, কারা এখন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের স্ট্যাটাস।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad