Aadhaar Card: একনিমেষে মাটি হতে পারে আপনার সব আনন্দ! আধার কার্ড থাকলে এই ভুলগুলি এড়িয়ে চলুন

Published On:

বর্তমান যুগে টাকা জালিয়াতি ক্রমাগত বেড়েই চলেছে। সকল মানুষই আধার কার্ড ব্যবহার করেন। আধার কার্ড (Aadhaar Card) এনেবেল পেমেন্ট সিস্টেমের ব্যবহার বাড়ার সাথে সাথে দেশজুড়ে প্রতারণার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এনপিসিআই, আরবিআই এবং কেন্দ্র সকল প্রকার ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আধার এনেবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা তুলে থাকলে আপনাকে সাবধানে থাকতে হবে। এই পদ্ধতিতে সাধারণত গ্রাহকের বায়োমেট্রিক ব্যবহার করা হয়। আর সেখানেই কারচুপি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আধার এনেবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

কি কি করণীয়?

আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে নিজের আধার কার্ডের (Aadhaar Card) ১২ ডিজিটের নম্বর শেয়ার করবেন না, কারণ এতে সহজেই আধার কার্ডের তথ্য জালিয়াতদের হাতে চলে যেতে পারে। আধার OTP এবং পাসওয়ার্ড কখনও কারো সঙ্গে ভাগ করবেন না। আধার কার্ডে আপনি যে মোবাইল অ্যাপ ব্যবহার করেন তার পাসওয়ার্ডও কাউকে দেবেন না। এর পাশাপাশি এই পাসওয়ার্ড সময়ের সাথে সাথে পরিবর্তন করবেন। আধার কার্ডে গ্রাহকের বায়োমেট্রিক তথ্য থাকে। তাই UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক লক করে দিন, যাতে জালিয়াতরা যাতে কোনোভাবেই প্রতারণা করতে না পারে। আধার কার্ডে (Aadhaar Card) যে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে তা সর্বদা আপডেট রাখবেন। কিছু হলেই তার মেসেজ সরাসরি আপনার ফোনে চলে আসবে। এর থেকে আপনি খুব তাড়াতাড়ি সতর্ক হতে পারবেন। মোবাইল নম্বরের পাশাপাশি অন্যান্য তথ্যও আপডেট করে রাখা উচিত। এই বিষয়গুলি মেনে চললে আপনার আধার সুরক্ষিত ও নিরাপদ থাকবে।

আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে

উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও আরো কিছু বিষয় মাথায় রাখবেন, যেমন কী কারণে আধার কার্ডের তথ্য দিচ্ছেন তা সবসময় লিখে রাখুন। নিজের আধার কার্ডের ব্যবহার ও লেনদেনে নিয়মিত নজর রাখুন এবং আপনার আধার কার্ড বায়োমেট্রিক লক রয়েছে কিনা তাও যাচাই করে নিন। সবসময় UIDAI অথরাইজড এজেন্সির মাধ্যমে কাজ করুন। কোনোরকম জালিয়াতি হলে তৎক্ষণাৎ রিপোর্ট করুন বা সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করুন। প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট আধার কার্ড। যেখানে শুধু আপনার ব্যক্তিগত তথ্য নয়, ব্যাঙ্কিং তথ্যও যুক্ত থাকে। তাই আধার কার্ড যদি চুরি হয়ে যায় বা ভুল জায়গায় চলে যায় তাহলে অসৎ লোকেদের হাতে চলে যেতে পারে সেই তথ্য। এই ধরনের সম্ভাবনা থেকে নিরাপদ রাখতেই UIDAI কর্তৃপক্ষের তরফে একাধিক পরিষেবা আনা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad