News Desk : গতকাল অর্থাৎ সোমবার ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রামলালার বিগ্রহ এদিন প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গোটা দেশ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছিল। এইদিন প্রধানমন্ত্রী রামলালাকে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করেন। দেশের প্রায় সকল সেলিব্রেটি হাজির ছিলেন অযোধ্যায় রামলালের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে। এই অনুষ্ঠান সম্পন্ন করার পরই দেশবাসীকে এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান সেরে দিল্লি ফিরে ফিরেই ১ কোটি ভারতীয় পরিবারের জন্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। আসুন জেনে নেওয়া যাক এই নয়া প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য।
প্রধানমন্ত্রী সূর্যদয় যোজনা
চলতি বছরের ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয়ের যোজনা’ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। জানা গেছে যে, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্পের মাধ্যমে ১ কোটি গরিব ও মধ্যবিত্ত নাগরিকদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এর ফলে মাসিক বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে। ভারত অচিরাচরিত শক্তি ব্যবহারে অনেকটাই স্বনির্ভর হয়ে উঠবে।
সোলার প্যানেলের সুবিধা কি?
আপনাদের জানিয়ে রাখি, এই সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎকে সংরক্ষণ করে ব্যবহার করা হয়। এর ফলে মাসিক বিদ্যুৎ খরচ অনেকটা কমে যায়। তাই কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পের হাত ধরে দেশের একটা বড় অংশের মানুষের মাসিক খরচ অনেকটাই কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। এমনকি এই প্রকল্পের মাধ্যমে তাপবিদ্যুতের ব্যবহারও কমবে এবং
প্রকল্পের উদ্দেশ্য কি?
মূলত গ্রামীণ ভারতে এখনো বহু মানুষ বিদ্যুত ব্যবহার করতে সক্ষম নন। কোথাও কোথাও বিদ্যুৎ এখনো পৌছয়নি তো কোথাও আবার আর্থিক দুর্বলতা বিদ্যুৎ ব্যবহারের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তবে, প্রাকৃতিক যে শক্তিগুলিকে রুপান্তর ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার মধ্যে জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ অনেকক্ষেত্রেই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ঘর অবধি পৌঁছয় না। এক্ষেত্রে সোলার সেল থাকলেও, সেটাও যথেষ্ট ব্যয়বহুল। তবে এবার ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ নিয়ে বিশেষ বার্তা দিয়ে মোদী, মানুষের মন থেকে সেই অপ্রাপ্তির অন্ধকার মুছে বারিকে আলোকিত করতে চলেছেন।
মানুষের মনে রয়েছে কৌতূহল
সোমবার প্রধানমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন, তবে এই প্রকল্পের বিষয়ে এখনো বিস্তারিতভাবে কিছু জানা যায়নি, তবে আশা করা হচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সরকারের তরফ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রধানমন্ত্রী সূর্যোদয়ের যোজনা প্রকল্প ঘিরে ইতিমধ্যে মানুষের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। আসলে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে তা ব্যবহার করলে মাসিক বিদ্যুৎ খরচ কমলেও সোলার প্যানেল লাগানোর খরচ অনেক বেশি। তাই এই অর্থ সংশ্লিষ্ট পরিবারগুলোকে বহন করতে হবে, নাকি সরকার টাকা দেবে, নাকি পরিবার এবং সরকার উভয়ে যৌথভাবে মিলে সোলার প্যানেল বসানোর খরচ বহন করা হবে? আবার সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ শুধুই ওই পরিবারটি ব্যবহার করতে পারবে, নাকি এর সঙ্গে গ্রিড ব্যবস্থার মাধ্যমে সেই বিদ্যুৎ অন্যত্র সরবরাহের ব্যবস্থা করবে সরকার? এইসকল প্রশ্ন নিয়ে চলছে তোলপাড়। তবে খুব শীঘ্রই সব বিভ্রান্তি দূর করে কেন্দ্র সরকার এই প্রকল্পের বিস্তারিত তথ্য দেবেন।