অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় বায়ুসেনা

Published On:

Job News Desk : নতুন বছরের শুরুতেই বায়ুসেনার চাকরির সুখবর। অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এয়ারফোর্স বা ভারতীয় বায়ুসেনা। আগাম 17 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আবেদন পত্র জমা নেওয়ার কাজ। যা চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। agnipathvayu.cdac.in-এ লগ ইন করতে হবে তাঁদের। সেখানে সম্পূর্ণ আবেদন করতে হবে।

বায়ুসেনার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের পদটির নাম ‘অগ্নিবীর বায়ু’। পরীক্ষার মাধ্য়মে যোগ্য প্রার্থীদের l চাকরি দেবে এয়ারফোর্স। নীচে ইচ্ছুক প্রার্থীদের জন্য এতে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখের তালিকা তুলে ধরা হল —

গুরুত্বপূর্ণ তারিখ — আবেদন শুরু 17 জানুয়ারি, 2024 , আবেদীন জমার শেষ তারিখ 6 ফেব্রুয়ারি, 2024 ও অনলাইন পরীক্ষা 17 মার্চ, 2024

শিক্ষাগত যোগ্যতা —- অগ্নিবীর বায়ুতে বিজ্ঞান ও কলা — দু’টি বিভাগের ডিগ্রি প্রাপ্তরাই আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগে ক্ষেত্রে দেশের যে কোন স্বীকৃতি বোর্ড থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। বাধ্যতামূলক ভাবে থাকতে হবে গণিত ও পদার্থবিদ্যা। দ্বাদশের ইংরেজিতে 50 শতাংশ ও সমস্ত বিষয় মিলিয়ে 50 শতাংশ নম্বর পেলে তবেই আবেদন করা যাবে।

অন্যদিকে কলা বিভাগের ক্ষেত্রেও দ্বাদশ উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই বিভাগের আবেদনকারীদের ইংরেজিতে 50 শতাংশ ও সব বিষয় মিলিয়ে সর্বনিম্ন 50 শতাংশ নম্বর পেতে হবে।

আবেদনের বয়স — অগ্নিবীর বায়ুতে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে 21 বছর। আবেদনকারীদের জন্ম 2004-র 2 জানুয়ারি থেকে 2007-র 2 জুলাইয়ের মধ্যে হতে হবে।

আবেদনের ফি —- বায়ুসেনার এই পোস্টে আবেদনের ফি ৫৫০ টাকা। এর সঙ্গে যোগ হবে GST।

Official NotificationClick Here
Official WebsiteClick Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad