Air India Recruitment 2024: এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! যোগ্যতা মাধ্যমিক পাশ, জানুন আবেদন পদ্ধতি

Published On:

Air India Recruitment 2024: দারুন সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পক্ষ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭ ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ। নারী ও পুরুষ উভয়েই আবেদন জানাতে পারবেন। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকে তাহলে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।

নিয়োগকারী সংস্থা – Air Indian


পদের নাম – এয়ার ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ ধরনের পোস্টে কর্মী নিয়োগ করা হবে। সেই পদগুলির নাম হলো- Jr. Office-Technical, Handyman, Duty Manager Pax, Customer Service Executive, Duty Officer Pax, Ram Service Executive, Handywoman

মোট শুন্যপদ – ২৯৯টি

বয়সসীমা – এখানে প্রতিটি পদে বয়সসীমা আলাদা। তাই এই বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল নোটিশ দেখে নিতে পারেন।

বেতন – প্রার্থীদের প্রতি মাসে ৪৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বিশদে জানতে সংস্থার অফিসিয়াল নোটিশ দেখে নিতে পারেন।

নিয়োগ পদ্ধতি – এই পদে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বিশদে জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদনের জন্য ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক, তবে  প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা আলাদা। তাই এই বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল নোটিশ দেখে নিতে পারেন।

আরো পড়ুন:- এবার ভোটের আগে নয়া ঘোষনা মুখ‍্যমন্ত্রীর! বাড়ানো হলো সিভিকদের মাসিক ভাতা

আবেদন পদ্ধতি – এখানে (Air India Recruitment 2024) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে আবেদন পত্রটির এক কপি জেরক্স বের করে, তারপর আবেদন পত্রটিতে নিজের নাম, বাবার নাম, জন্মের তারিখ ইত্যাদি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এরপর গুরুপূর্ণ ডকুমেন্টসগুলো জেরক্স করে আবেদন পত্রের সাথে একসাথে করে একটি ফাইল আকারে বানিয়ে সেই ফাইল নিয়ে সঠিক সময়ের মধ্যে অফিশিয়াল নোটিশে দেওয়া ঠিকানায় পৌঁছে গেলেই ইন্টারভিউ হয়ে যাবে।


আবেদন ফি – এখানে আবেদনের জন্য জেনারেল ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। এসসি এসটি প্রার্থীদের কোনোরকম আবেদন ফি জমা দিতে হবে না।

ইন্টারভিউর তারিখ – এখানে হেন্ডিম্যান ও হেন্ডিওম্যান পদের জন্য ১৫ই মার্চ, জুনিয়র অফিসার টেকনিশিয়ান ও Ramp Service Executive পদে জন্য ১৬ই মার্চ এবং ডিউটি মেনেজার, ডিউটি অফিসার ও কাস্টম সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য ১৮ এবং ১৯শে মার্চ সকাল ৯টা বেজে ৩০ মিনিট থেকে ১২টা বেজে ৩০মিনিট পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।

Official Website :Click Here


Official Notice :Click Here

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad