মুহূর্তে গায়েব হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব টাকা! আজই করুন এই কাজটি

Published On:

News Desk : আধার কার্ড এখন প্রতিটি মানুষের কাছে রয়েছে। আধার নম্বরের সঙ্গে এখন বেশিরভাগ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা। এই আধার কার্ডের মাধ্যমে অনেক রকমের প্রকল্পের সুবিধা যেমন পাওয়া যায়, ঠিক তেমনই আসছে এই আধার  ব্যবহার নিয়েও সর্তক হওয়াটা খুবই জরুরি। যদি আপনি আধার কার্ডের এই কাজটি না করে থাকেন, তবে প্রতারকদের বিছিয়ে রাখা ফাঁদে আপনি যখন তখন পা দিতে পারেন। আর ব্যাস মুহূর্তেই সাফ হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। কি শুনে চোখ কপালে উঠলো তো? এবার তবে জেনে নিন প্রতারকদের হাত থেকে বাঁচতে কি করতে হবে আপনাকে। 

মুহূর্তে গায়েব হতে পারে সব টাকা

আজকাল প্রতারকরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধার কার্ড হ্যাক করে ফেলছে মুহূর্তের মধ্যে, যা আপনি টেরও পাচ্ছেন না। যখন বুঝে উঠছেন ততক্ষনে আপননি সর্বশান্ত। আপনার কিছু অসাবধানতায় প্রতারকরা পেয়ে যাচ্ছেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস। বিগত কয়েক মাসে গোটা ভারতবর্ষের হাজার হাজার মানুষ সর্বস্বান্ত হয়েছেন হ্যাকারদের ফাঁদে পা দিয়ে। তাই দেরি না করে এখনই নিজের আধার কার্ডকে সুরক্ষিত করুন এই বিশেষ উপায়ে। আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ উপায় সম্পর্কে।

আধার বায়োমেট্রিক লক করার পদ্ধতি

১) নিজের আধার কার্ডকে প্রতারকদের হাত থেকে রক্ষা করতে আধার বায়োমেট্রিক লক করুন। আধার কার্ড বা আধার বায়োমেট্রিক লক করতে হলে Virtual ID Number দরকার। এই ভার্চুয়াল আইডি পেতে হলে আপনাকে প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ওয়েবসাইটে যেতে হবে। কিংবা আপনি MyAadhaar অ্যাপ ডাউনলোড করেও করতে পারেন। ওয়েবসাইটে ঘুকে এরপর স্ক্রল করে একটু নিচের দিকে নামলেই আপনি পেয়ে যাবেন VID Generator অপশন। এরপর সেখানে ক্লিক করে দেখবেন আপনার সামনে একটা জায়গা আসবে যেখানে আধার নম্বর এবং পাশে দেওয়া ক্যাপচা কোড বসাতে হবে। এই দুটি সঠিকভাবে পুট করে Send OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি যথাযথ জায়গায় বসিয়ে Submit অপশনে ক্লিক করলে VID নম্বরটি স্ক্রিনে দেখাবে। সেটিকে সঠিকভাবে কপি করে রাখতে হবে, কারণ এই নম্বরটাই আপনার আধার বায়োমেট্রিক লক কিংবা আনলক করতে পরবর্তীতে কাজে লাগবে।

২) VID পাওয়ার পর আপনি খুব সহজেই আধার কার্ড লক করতে পারবেন। এর জন্য আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ -এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই How Lock/Unlock Aadhaar Works -এই অপশনটি পাবেন। এবার সেখানে ক্লিক করে ভেতরে ঢুকে নিচের দিকে Next অপশনে ক্লিক করলে পাবেন Lock Aadhaar অপশন। সেখানে এবার ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, যেখানে VID, নিজের নাম, পিন কোড এবং ক্যাপচা কোড সঠিকভাবে বসাতে হবে আপনাকে। এরপর Send OTP অপশনে ক্লিক করলে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা আপনার মোবাইলে একটি OTP আসবে। আর সেই OTP সঠিক স্থানে বসিয়ে Submit অপশনে ক্লিক করলেই আপনি দেখবেন আপনার আধার বায়োমেট্রিক একবারে সাথে সাথে লক হয়ে গেছে।

আধার বায়োমেট্রিক আনলক করার পদ্ধতি

আধার বায়োমেট্রিক আনলক করতে প্রথমে আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ -এই ওয়েবসাইটে গিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে নেমে How Lock/Unlock Aadhaar Works -এই অপশনটি পাবেন, সেখানে ক্লিক করে ভেতরে ঢুকে নিচের দিকে Next অপশনে ক্লিক করতে হবে। এরপর Unlock Aadhaar অপশনটি পাবেন। সেখানে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে সেখানে VID, ক্যাপচা কোড সঠিকভাবে বসাতে হবে। এরপর Send OTP অপশনে ক্লিক করতে হবে। তারপর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা আপনার মোবাইলে একটি OTP আসবে, সেটি সঠিক স্থানে বসিয়ে Submit অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার আধার কার্ড আনলক হয়ে যাবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad