Anandadhara Prakalpa Recruitment 2024 : ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে, জানুন আবেদন পদ্ধতি 

Published On:

Anandadhara Prakalpa Recruitment 2024 : দারুন সুখবর সকল চাকরিপ্রার্থীদের জন্য। এবার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এন্ড রুরাল ডেভেলপমেন্ট সেলের মাধ্যমে রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যেখানে পুরুষ এবং মহিলা নির্বিশেষে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। এখানে লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি।

পদের নাম— ট্রেনিং রিসোর্স পার্সন (Training Resources Person)

বয়সসীমা- উল্লিখিত পদে (Anandadhara Prakalpa Recruitment 2024) নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ৩২ বছরের মধ্যে।

বেতন— এই পদের জন্য প্রার্থীদের দৈনিক ৯০০ টাকা করে বেতন দেওয়া হবে। জানিয়ে রাখি, এখানে প্রতিমাসে সর্বোচ্চ ২৬ দিন কাজের বেতন দেওয়া হবে প্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর বাংলা এবং ইংরেজি ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি— উল্লিখিত পদে (Anandadhara Prakalpa Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে ইন্টারভিউর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলেই ইন্টারভিউ হয়ে যাবে।

প্রয়োজনীয় নথি — উল্লেখিত পদে আবেদনের জন্য যে যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হলো –
* প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
* প্রার্থীর বয়সের প্রমাণপত্র
* প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি
* প্রার্থীর স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
* প্রার্থীর ভোটার এবং আধার কার্ড

ইন্টারভিউর ঠিকানা— District Mission Management Unit & District Rural Development Cell, Siliguri Mahakuma Parishad, Hakimpara, Siliguri

ইন্টারভিউর তারিখ— ৩রা অক্টোবর, ২০২৪

Official Notification: Download Now
Official Website: Click Here

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad