Anganwadi Recruitment : এবার রাজ্যে আইসিডিএস (ICDS) অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ হতে চলেছে (Anganwadi Recruitment)। রাজ্য সরকারের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের তরফ থেকে একাধিক সুসংহত শিশু বিকাশ প্রকল্পের নিয়োগ সংক্রান্ত আবেদন জমা নেওয়া হয়েছিল, যেখানে হাজার হাজার প্রার্থী আবেদন জমা দিয়েছেন। অঙ্গনওয়াড়ি নিয়োগের ক্ষেত্রে দুই ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়। আবেদনকারী সকল প্রার্থীরা এবার এই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। আজকের প্রতিবেদনে এই লিখিত পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন প্রভৃতি বিষয় আলোচনা করা হলো। চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষার প্যাটার্ন ২০২৪
রাজ্যের আটটি জেলায় নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Recruitment)। অনলাইন ও অফলাইনে চলেছিল আবেদন। দার্জিলিং, কালিম্পং, মালদা, আলিপুরদুয়ার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায় এবার সেই পরীক্ষা নেওয়া হবে। অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়, যার মধ্যে লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে ১০ নম্বরের। লিখিত পরীক্ষায় থাকে MCQ ধর্মী প্রশ্ন হয়। আর এই পরীক্ষার জন্য দুই ঘন্টা সময় দেওয়া হয়। এই লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হন, তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। এরপর সেখান থেকে বেছে নেওয়া হয় যোগ্য প্রার্থীদের।
অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষার সিলেবাস ২০২৪
অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে স্থানীয় ভাষায়, যার জন্য থাকবে ১৫ নম্বর। ২০ নম্বরের পাটিগণিত থাকবে। এমনকি এই পরীক্ষায় থাকবে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, যার জন্য থাকবে ১৫ নম্বর। এর পাশাপাশি এই পরীক্ষায় থাকবে ২০ নম্বরের ইংরেজি সরল অনুবাদ, এছাড়া থাকবে ২০ নম্বরের প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান থেকে।