10 Govt Job : আজকের প্রতিবেদনে আমরা বর্তমানে কি কি চাকরির ফরম ফিলাপ চলছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মোট ১০টি সরকারি চাকরির কথা আমরা আপনাদের জানাতে চলেছি, যেখানে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ হলেই কমপক্ষে ৪ থেকে ৫টি চাকরিতে একসাথে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি চাকরিতে আবেদন করার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে পারবেন। আসুন তবে দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটি।
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?
১) রাজ্যের ৩টি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ
পদের নাম – Anganwadi Worker ও Anganwadi Helper
শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদন করতে প্রার্থীদের উচ্চ-মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা – এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি – প্রার্থীরা এখানেঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ২রা এপ্রিল, ২০২৪
Apply Link 1 – Click Here
Apply Link 2 – Click Here
Apply Link 3 – Click Here
২) গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ
পদের নাম– নির্মাণ সহায়ক কর্মী, গ্রাম সহায়ক কর্মী, গ্রাম সচিব কর্মী, নির্বাহী সহকারি কর্মী
মোট শুন্যপদ– ৬,৬৫২টি
শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করতে প্রার্থীদের অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ থাকতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি – প্রার্থীরা এখানেঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – এখনো রেজিস্ট্রেশন চলছে। পরবর্তীতে জানানো হবে।
Apply Link – Click Here
৩) WBP কনস্টেবল নিয়োগ
পদের নাম– Constable
মোট শুন্যপদ– ১০,২৫৫টি (পুরুষ – ৭২২৮, মহিলা – ৩০২৭)।
শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করতে প্রার্থীদের মাধ্যমিক পাশ থাকতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীরা এখানেঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ৫ই এপ্রিল, ২০২৪
Apply Link – Click Here
৪) Kolkata Police Constable Recruitment 2024
পদের নাম– কনস্টেবল ও লেডি কনস্টেবল
মোট শুন্যপদ– ৩,৭৩৪টি
শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করতে প্রার্থীদের মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীরা এখানেঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ২৯শে মার্চ, ২০২৪
Apply Link – Click Here
৫) RPF Constable Recruitment
পদের নাম– RPF কনস্টেবল
মোট শুন্যপদ– ৪৬৬০ (৪২০৮ কনস্টেবল + ৪৫২ এসআই)
শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করতে প্রার্থীদের মাধ্যমিক পাশ থাকতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীরা এখানেঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ১৪ই মে, ২০২৪
Apply Link – Click Here
৬) West Bengal Police Sub-Inspector Recruitment
পদের নাম– Sub-Inspector (Armed Branch, Unarmed Branch)
মোট শুন্যপদ– ১১৩১টি
শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করতে প্রার্থীদের স্নাতক পাশ থাকতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীরা এখানেঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ৭ই এপ্রিল, ২০২৪
Official Notice – Download Pdf
Apply Link – Click Here
৭) জাহাজ নির্মাণকারী সংস্থায় গ্রুপ ডি পদে চাকরি
পদের নাম– Rigger Trainee পদে Apprentice প্রশিক্ষন দেওয়া হবে।
মোট শুন্যপদ– ২০টি
শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করতে প্রার্থীদের নুন্যতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে।
মাসিক স্টাইপেন্ড– প্রথম বছরে ৬০০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৭০০০ টাকা।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ৩০শে মার্চ, ২০২৪
Apply Link – Click Here
৮) পলিটেকনিক কলেজে গ্রুপ D নিয়োগ
পদের নাম– GROUP D
মোট শুন্যপদ– ১০টি
শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করতে প্রার্থীদের নুন্যতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ২১শে এপ্রিল, ২০২৪
Apply Link – Click Here
৯) রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ
পদের নাম– এপ্রেন্টিস, (Fitter, Welder (Gas & Electric), Machinist, Painter (General), Carpenter, Eletrician, AC & Ref. Mechanic
মোট শুন্যপদ– ৫৫০টি
শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর সহ নুন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT বোর্ডের ITI পাস যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম বয়স ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ৯ই এপ্রিল, ২০২৪
Apply Link – Click Here
১০) রাজ্যের পৌরসভায় গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ
পদের নাম– Satkar Kamree (সৎকার কর্মী)।
মোট শুন্যপদ– ৯টি
শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য কোনো যোগ্যতার মাপকাঠি নেই।
বয়সসীমা– এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ১৪ই এপ্রিল, ২০২৪।
আবেদন করুন : Click Here
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।