Asha Karmi Recruitment 2024 : রাজ্যের সকল মহিলা চাকরী প্রার্থীদের জন্য রয়েছে দারুন একটি সুখবর। বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলাদের জন্য একটি দুর্দান্ত কাজের সুযোগ নিয়ে আজ আমরা কথা বলতে চলেছি। আসলে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে, সংশ্লিট গ্রামের মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের প্রতিবেদনে রইল নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
পদের নাম— আশাকর্মী
শূন্যপদ— ৩৬টি
মাসিক বেতন— সরকারি নিয়ম অনুযায়ী আশাকর্মীদের মাসিক বেতন ৫,২৫০ টাকা দেওয়া হয়।
বয়সসীমা— আলোচ্য পদের জন্য (Asha Karmi Recruitment 2024) প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত প্রার্থীরা ২২ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা— উল্লিখিত পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের যেকোনো বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীর স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি— আগ্রহী প্রার্থীরা উল্লিখিত পদের (Asha Karmi Recruitment 2024) জন্য অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এর জন্য অফিসিয়াল বিজ্ঞাপ্তির নিচে থাকা আবেদনপত্রের মাধ্যমে প্রার্থীকে নিজের আবেদন নথিভুক্ত করতে হবে। সেই আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে সেটিকে বিজ্ঞপ্তিতে বলা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তাহলেই প্রার্থীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— উক্ত পদে আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের পূরণ করা আবেদনপত্রটি নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরে অর্থাৎ ব্লকের বিডিও অফিস জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ— ৩১শে জুলাই, ২০২৪
Official Notification: Download Now
Official Website: Click Here
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।