Ayush Scheme Employee Recruitment 2024 : কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের একটি প্রকল্প হলো ন্যাশনাল আয়ুষ মিশন। বিভিন্ন রাজ্যের জেলা স্বাস্থ্য বিভাগে এই প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ করা হয়। সম্প্রতি রাজ্যের একটি জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ আয়ুষ প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পুরুষ ও মহিলা নির্বিশেষে যেকোনো ভারতীয় নাগরিক আবেদনযোগ্য। আজকের প্রতিবেদনে রইলো নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। তাই দেরি না করে পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি।
পদের নাম— Multi Purpose Worker
মোট শূন্যপদ— ২টি
মাসিক বেতন— উক্ত পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন প্রদান করা হবে।
বয়সসীমা— উল্লিখিত পদে (Ayush Scheme Employee Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির যেকোনো একটিতে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। এমনকি, প্রার্থীর কাছে কমপক্ষে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং MS Word, MS Excel এবং MS Power Point সফটওয়্যারে কাজে সক্ষম হতে হবে প্রার্থীদেরকে।
আবেদন পদ্ধতি— এখানে (Ayush Scheme Employee Recruitment 2024) প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। এর জন্য প্রথমেই জেলা দপ্তর থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে সঠিকভাবে সকল তথ্য দিয়ে তা পূরণ করতে হবে। ওই আবেদনপত্রে প্রার্থীকে নিজের একটি সাম্প্রতিক রঙিন ছবি লাগাতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে সকল প্রয়োজনীয় নথি একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট জেলা দপ্তরের ঠিকানায় জমা করলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা— Office of the Chief Medical Officer of Health and Member Secretary, D.H. & F.W.S. Babupara, Maya Talkies Road, Ward No. XII, P.O. & Dist. : Alipurduar, PIN : 736121
আবেদন ফি— এখানে আবেদন জানানোর জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ— ২৯শে আগস্ট, ২০২৪
Official Notification: Download Now
Official Website:Click Here