Bank Holidays 2024 : রাজ্যের ব্যাঙ্কিং গ্রাহকদের জন্য খারাপ খবর ! এবার নতুন বছরের শুরুতেই ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা! জানুন সেই ছুটির তালিকা

Published On:

News Desk : শেষ হতে চলেছে ২০২৩ সাল। ২০২৪ সালের জানুয়ারি মাসে মোট ১১ দিন ব্যাংক বন্ধ থাকবে। শুধুমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অধীনে থাকা ব্যাংকগুলোর জন্য এই ছুটিগুলো প্রযোজ্য, এছাড়াও বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবের কারণেও ব্যাংকের ছুটি থাকতে পারে। তাই ব্যাংকের ছুটি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। আজ আমরা কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তার তালিকা বলতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

১১ দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা

২০২৪ সালের জানুয়ারি মাসে সারা দেশ জুড়ে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। পশ্চিমবঙ্গে পরিষেবা বন্ধ থাকবে ১১ দিন। এই খবর প্রকাশ্যে আসার পরেই কার্যত মাথায় হাত গ্রাহকদের। বর্তমান সময়ে ছোট, বড়ো এবং মাঝারি ব্যবসা কিংবা ব্যক্তিগত লেনদেন নির্ভর করে ব্যাঙ্কিং পরিষেবার ওপর। ক্ষুদ্র থেকে লক্ষাধিক অথবা কোটি টাকার ট্রানজেকশন হয় ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে। সেক্ষত্রে একটি নির্দিষ্ট মাসে এতদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকলে স্বাভাবিক ভাবেই অসুবিধায় পড়বেন গ্রাহকরা। যদিও বর্তমানে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা থাকায় কিছুটা হলেও এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং, UPI এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন, তবে জরুরি কাজের জন্য ব্যাংকে যেতে হলে আগে থেকেই ব্যাংক খোলা আছে কিনা জেনে নিয়ে যেতে হবে।

প্রকাশ হলো ব্যাংকের ছুটির তালিকা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রত্যেক মাস শুরুর আগে সেই মাসে ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা প্রকাশ করা হয়। নির্দিষ্ঠ নিয়ম মেনে এবারেও জানুয়ারি মাসের সেই ছুটির তালিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে যেসব দিন ব্যাংক বন্ধ থাকবে সেগুলো হল:
১) ১.০১.২০২৪ (সোমবার) পয়লা জানুয়ারি (Happy New year) উপলক্ষে পুরো দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
২) ৭.০১.২০২৪ (রবিবার) জানুয়ারি মাসের প্রথম রবিবার, পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি থাকবে।
৩)১১.০১.২০২৪ (বৃহস্পতিবার) মিশরানি দিবস উপলক্ষে শুধুমাত্র মিজোরামে ব্যাংক বন্ধ থাকবে।
4৪) ১২.০১.২০২৪ (শুক্রবার) স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে।
৫)১৩.০১.২০২৪ (শনিবার) জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৬) ১৪.০১.২০২৪ (রবিবার) জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৭)১৫.০১.২০২৪ (সোমবার) পঙ্গলের কারনে দক্ষিণ ভারতের কয়েকটি শহরে ব্যাংক বন্ধ থাকবে।
৮)১৬.০১.২০২৪ (মঙ্গলবার) টুসু পরব উপলক্ষে পশ্চিমবঙ্গ ও আসামে ব্যাংক বন্ধ থাকবে।
৯)১৭.০১.২০২৪ (বুধবার) গুরু গোবিন্দ সিং জয়ন্তি উপলক্ষে বিভিন্ন শহরে ব্যাংক বন্ধ থাকবে।
১০) ২১.০১.২০২৪ (রবিবার) জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
১১) ২৩.০১.২০২৪ (মঙ্গলবার) নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম বার্ষিকী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
১২) ২৫.০১.২০২৪ (বৃহস্পতিবার) হিমাচল প্রদেশে রাষ্ট্রীয় দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
১৩) ২৬.০১.২০২৪ (শুক্রবার) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
১৪) ২৭.০১.২০২৪ (শনিবার) জানুয়ারি মাসের চতুর্থ শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
১৫) ২৮.০১.২০২৪ (রবিবার) জানুয়ারি মাসের চতুর্থ রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
১৬) ৩১.০১.২০২৪ (বুধবার) অসমে ব্যাংক বন্ধ থাকবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad