BECIL Job 2024: এবার Broadcast Engineering Consultants India Limited (BECIL) এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোনো জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারে।প্রার্থীদের শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে, আবেদন নেওয়া শুরু হয়েছে।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা।
পদের নাম (BECIL Job 2024) – Broadcast Engineering Consultants India Limited (BECIL) এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে পেসেন্ট কেয়ার কোঅর্ডিনেটর পদে। আজকের প্রতিবেদনে দেখেনিন এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত হবে, কত টাকা মাসে বেতন দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি।
শূন্য পদের সংখ্যা -১ টি
বয়স – এই পদে বয়সের কোনো উর্ধ্বসীমা বা নিম্নসীমা জানানো হয়নি।
বেতন : এই পদের ক্ষেত্রে বেতন নির্ধারণ করা হয়েছে মাসিক 18 হাজার 462 টাকা
শিক্ষাগত যোগ্যতা – Patient Care Coordinator(PCC) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের ফুল টাইম Bachelor’s Degre এবং উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি – আগ্রহী ও যোগ্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে । সেক্ষেত্রে BECIL এর অফিসিয়াল ওয়েবসাইটের Careers page এ ক্লিক করতে হবে, পরবর্তী পেজে নির্দিষ্ট পদের Registration Form (Online) অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে আবেদন ফি পেমেন্ট করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
এই পদের জন্যে আবেদন নেওয়া হবে 08/02/2024 তারিখ পর্যন্ত। BECIL এর অফিসিয়াল নোটিফিকেশন টি ভালোভাবে দেখে নিন।