LPG Gas Biometric : স্বস্তির খবর! বাড়ানো হল রান্নার গ্যাসের বায়োমেট্রিক করার সময়সীমা! জানুন বিস্তারিত

Published On:

News Desk : বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় চলছে রান্নার গ্যাসে বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজ, যা করতে গিয়ে গ্যাস অফিসগুলিতে গ্রাহকদের ভিড় ক্রমশ বাড়ছে। গত বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যার ফলে প্রশ্ন উঠছিল যে, গত বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেট না করলে নতুন বছর থেকে কি আর গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না? গ্রাহক তালিকা থেকে কি বাদ পড়বে নাম? কেন্দ্রীয় সরকার কি ভর্তুকি বন্ধ করে দেবে? তবে, এবার কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিল বায়োমেট্রিক অথেন্টিকেশনের সময়সীমা। এর ফলে যারা এখনো পর্যন্ত এলপিজি কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করে উঠতে পারেননি তাদের দুশ্চিন্তা কিছুটা হলেও দূর হবে। এবার আসুন জেনে নেওয়া যাক ঠিক কতদিন এই সময়সীমা বাড়ানো হলো সেই সম্পর্কে।

কতদিন বাড়ানো হলো বায়োমেট্রিকের সময়সীমা ?

গ্রাহকরা প্রথমে গত বছরের ৩শে ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ সময়সীমা জানতেন বলে সেইমতো গ্যাস অফিসে ভিড় করছিলেন। তাই এবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত গ্রাহকরা বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজ করতে পারবেন। এরফলে আর গ্যাস অফিসে ভিড় বাড়ার সম্ভবনাও থাকবেনা। এমনকি এবার থেকে প্রবীণ নাগরিকদের লাইনে দাঁড়ানোরও প্রয়োজনীয়তা নেই। বাড়িতে গিয়ে তাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে। গ্রাহকদের যে প্রশ্ন ছিল প্রশ্ন, এই আধার সংযুক্ত না করা হলে গ্যাস পরিষেবা বন্ধ হয়ে যাবে কিনা। সেই বিষয়ে এবার ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে, এর কারণে পরিষেবায় কোনো সমস্যা হবে না, তবে বায়োমেট্রিক্ অথেন্টিকেশন না করা হলে গ্রাহকরা ভর্তুকি পাবেন না।

রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট নিয়ে অন্যান্য তথ্য

জানা যায় যে, এই বায়োমেট্রিক আপডেটের বিষয়টি মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বাধ্যতামূলক ছিল, যার সময়সীমা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ৩১শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে। যে গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান তাদেরকেই এই বায়োমেট্রিক আপডেট করতে হবে বলে সরকারের তরফে নির্দেশ জারি করা হয়েছে। সেইমতো বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানী বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্কের কাজ সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। বায়োমেট্রিক আপডেটের জন্য গ্যাস ডিলারের অফিসে না গিয়ে অনলাইন অ্যাপের মাধ্যমেও এই কাজ করা যাবে। Mylpg অ্যাপ এ গিয়ে যেকোনো সংস্থার গ্রাহকরা অনলাইনে বায়োমেট্রিক আপডেটের কাজ করতে পারবেন। এমনকি গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেন যারা, তারা বাড়িতে গিয়েও বায়োমেট্রিক আপডেটের কাজ করে দেবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad