নতুন বছরে ট্রেডসম্যান পদে বিপুল নিয়োগ ঘোষণা করল BSF !

Published On:

Job News Desk : বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF নতুন বছরে ট্রেডসম্যান পদে বিপুল নিয়োগের কথা ঘোষণা করল আরও এক কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই জারি হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে।

শূন্যপদ — BSF-র তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেডসম্যানের শূন্যপদের সংখ্যা 2140। এর মধ্যে পুরুষ ট্রেডসম্যান পদে নিয়োগ হবেন 1723 জন। এছাড়াও 417-কে মহিলা ট্রেডসম্যান পদে চাকরি দেওয়া হবে। চলতি বছরের মাঝামাঝি নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে সীমান্ত রক্ষী বাহিনী।

শিক্ষাগত যোগ্যতা — দশম উত্তীর্ণ হলেই BSF-র ট্রেডসম্যান পদে আবেদন করা যাবে। তবে ইচ্ছুক প্রার্থীদের দু’বছরের ITI-র শংসাপত্র থাকতে হবে। তবে এক বছরের ITI সার্টিফিকেট প্রাপ্তদের আবেদনের সুযোগ রয়েছে।

বয়সসীমা — ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। সর্বোচ্চ 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তাঁরা। এব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য BSF-র অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া — মোট 6টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য প্রার্থীদের বেছে নেবে BSF। সেগুলির মধ্যে রয়েছে PST, ডকুমেন্ট ভেরিফিকেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষার ও মেডিক্যাল পরীক্ষা।

Official NotificationClick Here
Official WebsiteClick Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad