News Desk : কেন্দ্রীয় সরকার ২০১৭ সালের ১লা জুলাই থেকে সারাদেশে GST ব্যবস্থা চালু করেছিল। এই ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্য ছিল দেশে সব ধরনের পরোক্ষ কর এক জায়গায় একত্রিত করা। এই GST নিয়ে বিভিন্ন রাজ্যের মত নিতে GST কাউন্সিলও গঠন করা হয়। এবার ফের কেন্দ্রীয় সরকার GST নিয়মে এক বড় পরিবর্তন আনতে চলেছে। ছোট ব্যবসায়ীদের উপর এই নয়া নিয়ম বিশেষ প্রভাব ফেলবে, তবে যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবসা করেন, তাদের উপর এই নিয়মের প্রভাব বিশেষভাবে পড়বে। আসুন জেনে নেওয়া যাক এই নয়া নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।
বড় বদল GST তে
চলতি বছরের ১লা মার্চ থেকে এই নতুন নতুন নিয়ম বাধ্যতামূলক হবে। GST এর নতুন নিয়ম অনুযায়ী, যে সকল ব্যবসায়ীরা ৫ কোটি টাকার বেশি ব্যবসা করেন, তারা আর ই-চালান ছাড়া ই-ওয়ে বিল তৈরি করতে পারবেন না। ৫০,০০০ টাকার বেশি মূল্যের পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যের মধ্যে পরিবহণের জন্য ই-ওয়ে বিলের প্রয়োজন।
কী উদ্দেশ্যে এই নিয়ম জারি?
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের একটি তদন্তে দেখা গেছে যে, ই-চালানের জন্য কিছু যোগ্য করদাতা ই-চালানের সাথে সংযুক্ত না করে বি ২ বি এবং বি ২ ই লেনদেনের জন্য ই-ওয়ে বিল তৈরি করছেন।অনেক ব্যবসায়ী ই-ইনভয়েসের সঙ্গে লিঙ্ক না করেই ই-ওয়ে বিলের মাধ্যমে করদাতার সঙ্গে লেনদেন করছেন। এর ফলে অনেক সময় ই-ওয়ে বিল ও ই-চালানে নথিভুক্ত বিভিন্ন তথ্যে মিল থাকছে না। তাই এই নতুন নিয়ম আনা হচ্ছে। সরকার কর প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে চাইছে। তাই সরকারের তরফ থেকে এই ই-ওয়ে বিলের জন্য ই-চালান বাধ্যতামূলক করা হয়েছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, জিএসটি করদাতাদের নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে যে, ই-চালান ছাড়া ই-ওয়ে বিল তৈরি করা যাবে না কোনোভাবেই। এই নয়া নিয়ম প্রযোজ্য হবে ই-চালানের জন্য যোগ্য করদাতাদের জন্য। অন্যান্য ধরনের লেনদেনের ক্ষেত্রে ই-ওয়ে বিল তৈরি করার জন্য ই-চালান লাগবে না। গ্রাহকদের উপর এই নতুন নিয়মের খুব একটা প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে।