প্রায় হাজার খানেক শূন্যপদে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Published On:

Job News Desk : নতুন বছরে ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কবে থেকে করা যাবে আবেদন ? লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা ? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

শূন্যপদ — ব্যাঙ্কের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর ম্যানেজার স্কেল টু পদে নিয়োগ করা হবে। এতে শূন্যপদের সংখ্যা প্রায় হাজার।

শিক্ষাগত যোগ্যতা — ম্যানেজার পড়ে আবেদনের জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজের স্নাতক স্তরের ডিগ্রি থাকতে হবে। এর চেয়ে কম ডিগ্রি প্রাপ্তদের আবেদনের সুযোগ নেই। তবে অতিরিক্ত ডিগ্রি থাকলে আবেদন করা যেতে পারে।

আবেদনের ফি — আবেদনের ফি হিসেবে সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের দিতে হবে 850 টাকা। অন্যদিকে তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ফি হিসেবে দিতে হবে 175 টাকা। এর সঙ্গে সমস্ত প্রার্থীদের GST-র টাকা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি — ম্যানেজার পদে চাকরির ক্ষেত্রে পরীক্ষা নেবে সেন্ট্রাল ব্যাঙ্ক। সেখানে যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে। এর পর চূড়ান্ত নিয়োগ পত্র দেবে ব্যাঙ্ক। যাবতীয় তথ্যের জন্য ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

Official Websitewww.centralbankofindia.co.in

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad