Central Sector National Means-Cum Merit Scholarship 2024 : সরকার এবং নানান বেসরকারি সংস্থার তরফ থেকে নানান সময়ে অসহায়, দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য নানান ধরনের স্কলারশিপের ব্যবস্থা করা হয়ে থাকে, যাতে মেধাবী পড়ুয়ারা অর্থের অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না আসে। কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা এমনই একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলছে। যে সকল পড়ুয়ারা এখনো পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করেননি তাদের জন্য রয়েছে অত্যন্ত সুখবর। সরকার এই স্কলারশিপে আবেদন করার তারিখ বৃদ্ধি করেছে। আজকের প্রতিবেদনে আমরা এই স্কলারশিপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি। চলুন তবে দেখে নেওয়া যাক এক নজরে।
NMMSE স্কলারশিপ
NMMSE স্কলারশিপ এর সম্পূর্ণ কথা হলো National Means Cum Merit Scholarship Examination। মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালনা করা হয় এই NMMS স্কলারশিপ। মূলত অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের NMMSE স্কলারশিপের পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষার মেরিট লিস্টের ভিত্তিতে আগামী ৪ বছর পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়। ছাত্র-ছাত্রীরা অষ্টম শ্রেণীতে NMMSE পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে তবেই নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৪ বছর ১২,০০০ টাকা করে দেওয়া হয় অর্থাৎ ৪ বছরে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে মোট ৪৮ হাজার টাকা পেয়ে থাকেন। কেন্দ্র সরকারের তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের এই টাকা মূলত পড়াশোনার খরচ ও বই খাতা কেনার জন্য দেওয়া হয়ে থাকে।
বাড়লো আবেদনের তারিখ
চলতি বছরের ১৪ই আগস্ট পর্যন্ত সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ছিল। এখনো পর্যন্ত অনেক ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করে উঠতে পারেননি। তাই ছাত্র-ছাত্রীদের জন্য সরকার এই স্কলারশিপের আবেদন করার তারিখ আরো দু সপ্তাহ বাড়ানো হয়েছে। কেন্দ্র সরকারের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপে চলতি বছরের ২৭শে আগস্ট পর্যন্ত আবেদন চলবে। জানা গেছে, যদি কোনো ছাত্র-ছাত্রী আবেদন করার সময় আবেদনে কোনোরকম ভুলভ্রান্তি করে থাকে, তাহলে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের ভুলগুলি ঠিক করে নিতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ২৭শে আগস্ট, ২০২৪
পরীক্ষার তারিখ – ১৫ই ডিসেম্বর, ২০২৪
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড – Download PDF
রেজিস্ট্রেশনের ডাইরেক্ট লিঙ্ক – Register Now