নবম ও দশমের পড়ুয়াদের এবার ৫টি পাঠ্যবইয়ের নতুন সংস্করণ কেনার নির্দেশিকা জারি করল পর্ষদ

Published On:

News Desk : নবম ও দশমের পড়ুয়ারা এবার পাঁচটি পাঠ্যবইয়ের নতুন সংস্করণ কিনতে হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি এই বই গুলির নয়া সংস্করণের অনুমোদন দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। রিপোর্ট অনুযায়ী, বইয়ের নবতম সংস্করণ পড়ুয়াদের দেওয়া হলেও পাঠ্যক্রমে কোনও বদল আসছে না। আগের পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা চলবে। রাজ্যের স্কুল গুলিতে প্রাকপ্রাথমিক থেকে দশম শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। এই আবহে নতুন সংস্করণের পাঁচটি বইও পড়ুয়াদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের সব বই বিনামূল্যে দেওয়া হয়। এবং নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের বাংলা, ইংরেজি এবং অঙ্কের বই বিনামূল্যে দেওয়া হয়। বাকি বই বাজার থেকে কিনে নিতে হয় পড়ুয়াদের। তবে কোন বই কিনতে হবে, তার তালিকা পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়। এই আবহে এবার নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের হাতে যে বইয়ের তালিকা তুলে দেওয়া হয়েছে, তার মধ্যে পাঁচটি বই নতুন সংস্করণের।

এই বিষয়ে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, যে পাঁচটি বইয়ের নতুন সংস্করণ পড়ুয়াদের তালিকায় উল্লেখিত আছে, সেগুলি ২০১৭ সাল থেকে রিভিউ করা হয়নি। এই সময়কালে অন্তত ১০০টি প্রকাশক নাকি ওই পাঁচটি বিষয়ের বই রিভিউ করে নতুন বই প্রকাশের প্রস্তাব দিয়েছিল। সেই মতো রিভিউয়ের কাজ সম্পন্ন হয়েছে। এরপরই টেক্সট বুক নম্বর বা টিবি নম্বর দিয়ে সেই পাঁচটি বইয়ের নতুন সংস্করণকে অনুমোদন দেওয়া হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad