Coast guard recruitment 2024: কোস্ট গার্ডে কর্মী নিয়োগ! যোগ্যতা উচ্চ মাধ্যমিক।

Published On:

Coast guard recruitment 2024: ভারতীয় কোস্ট গার্ডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। শুধু মাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই করা যাবে আবেদন। ভারতীয় নাগরিক তথা রাজ্যের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা করতে পারবেন আবেদন।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কোন পদে আবেদন করবেন, এই পদের জন্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম কত, শূন্য পদের সংখ্যা কতগুলি। ইত্যাদি বিষয়ে বিশদে আলোচনা করা হলো।

পদের নাম (Coast guard recruitment 2024) – কোস্ট গার্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নাবিক (জেনারেল ডিউটি) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

শূন্য পদের সংখ্যা – এই পদের ক্ষেত্রে রিজিয়ন বা যোন অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা 260 যার মধ্যে সাধারণ শ্রেণীর জন্যে 102টি, EWS 26 টি, OBC শ্রেণীর জন্যে 57টি, ST 28টি এবং এসসি শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে 47 টি পদ সংরক্ষিত আছে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স ও অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রয়োজনীয় বয়সসীমা: এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 22 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে SC দের ক্ষেত্রে 5 বছর এবং OBC দের ক্ষেত্রে 3 বছর ছাড় দেওয়া হয়েছে।

আরো পড়ুন: এবার গ্রাম পঞ্চায়েত দপ্তরে হতে চলেছে কর্মী নিয়োগ!

মাসিক বেতন: এই পদের ক্ষেত্রে সফল ভাবে উত্তীর্ণ ও কর্মরত প্রার্থীদের মাসিক বেতন 21,700/- টাকা থেকে শুরু হবে।Coast guard recruitment 2024

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে প্রথমে বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকে ক্লিক করতে হবে । এরপর রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করতে হবে রেজিষ্ট্রেশন করার জন্যে একটি বৈধ ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর থাকা বাধ্যতা মূলক। এবার সেই বৈধ মোবাইল ও ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন ফর্মটি যথাযথ ভাবে পূরণ করতে হবে এরপর নিজের যাবতীয় গুরত্বপূর্ন ডকুমেন্টসের স্ক্যান কপি আপলোড করতে হবে তারপর ফর্মের থাকা সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করতে হবে।Coast guard recruitment 2024

আবেদনের সময়সীমা: আগামী 27/02/2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া দুটি স্টেজ এ সমপন্ন হবে। বিশদে জানতে নোটিফিকেশন দেখুন।

নোটিফিকেশনদেখুন
অনলাইন অ্যাপ্লাই করুনদেখুন
অফিসিয়াল ওয়েবসাইটদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad