News Desk: এবার নতুন বছরের শুরুতেই মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এলো বিরাট এক সুখবর। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেধাবী ছাত্রছাত্রীরা যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারে সেই কারণে এবার বিপুল অঙ্কের আর্থিক সাহায্য করবে কোলগেট পালমোলিভ ইন্ডিয়া লিমিটেড। মেধাবী হওয়া সত্বেও দেশের অনেক শিক্ষার্থী আর্থিক ভাবে যাতে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে না পড়ে সেই উদ্দেশ্যেই কোলগেট স্কলারশিপ দেওয়া হয়। কোলগেট কোম্পানির একটি অ্যাসোসিয়েট সংস্থা Keep India Smiling Foundation, প্রতি বছর এই স্কলারশিপ দিয়ে থাকে। আজকের প্রতিবেদনে আমরা বলতে চলেছি চলতি বছরে কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, কী ভাবে আবেদন করবেন, আর্থিক সাহায্য হিসেবে কত টাকা পাবেন এবং আবেদনের শেষ তারিখ অর্থাৎ আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য। আসুন জেনে নেওয়া যাক।
স্কলারশিপের নাম
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ প্রোগ্রাম
উদ্যোক্তা
কোলগেট ইন্ডিয়া
আবেদনকারীর যোগ্যতা
১) আবেদনকারী প্রার্থীকেভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
২) আবেদন প্রার্থীর ডেন্টাল সার্জারিতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
৩) প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
৪) আবেদনকারীকে যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারী ইনস্টিটিউটে Bachelor of Dental Surgery নিয়ে পাঠরত হতে হবে।
৪. আবেদনকারীর বার্ষিক আয় হতে হবে ৪ লক্ষ টাকার নিচে।
আবেদনের পদ্ধতি
১) প্রথমে ওয়েব ব্রাউজার থেকে গুগুল সার্চে “Colgate Keep India Smiling Scholarship Program” কথাটি লিখে সার্চ করতে হবে।
২) এরপর স্ক্রিনে প্রদর্শিত প্রথম ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) ওপেন হওয়া ওয়েবসাইটে প্রদর্শিত “Apply Now” অপশনে ক্লিক করে নিজের আইডি রেজিস্টার করতে হবে।
৪) এরপর নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ওয়েব ফর্মে পূরণ করতে হবে।
৫) সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে জরুরি নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
৬) ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ চেক বক্সে ক্লিক করে submit now অপশনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
২) আবেদনকারীর নাগরিক প্রমান পত্র
৩) আবেদনকারীর মাসিক আয়ের প্রমানপত্র
৪) প্রার্থীর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমানপত্র
৫) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার কপি
৬) প্রার্থীর দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট
স্কলারশিপের টাকার পরিমান
আবেদনকারী প্রার্থীরা বাৎসরিক ৭৫ হাজার টাকা সাহায্য হিসেবে পাবেন এবং এই টাকা কেবলমাত্র একাডেমিক খরচ, টিউশন ফি, হোস্টেল ফি, ল্যাপটপ, ইন্টারনেট অ্যাক্সেস, ইলেকট্রনিক ডিভাইস, পাঠ্যপুস্তক, স্টেশনারি এবং অনলাইন শিক্ষার উপকরণগুলি কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ২০২৪ সালের ৩১শে জানুয়ারীর মধ্যে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে।
যোগাযোগ টেলিফোন – 011-430-92248
(সোম থেকে শুক্রবার – 10:00AM থেকে 06:00 PM)
ইমেইল – [email protected]