Credit Card  Bill Pay New Rules: ক্রেডিট কার্ড গ্রাহকরা এবার পড়বে সমস্যার মুখে, নির্দেশিকা জারি RBI এর

Published On:

Credit Card  Bill Pay New Rules: ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সংক্রান্ত একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে, যার কারণে এবার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার কাজটি গ্রাহকদের কাছে বেশ কঠিন হয়ে উঠতে চলেছে। আসলে গ্রাহকদের মধ্যে এমন অনেকে আছেন, যারা ফোনপে, CRED ইত্যাদি অ্যাপের সাহায্যে অনলাইনে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করেন। আর এবার রিজার্ভ ব্যাংকের জারি করা এই নয়া সিদ্ধান্তের জেরে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে চলেছেন সেইসকল গ্রাহকরা। চলতি বছরের ১লা জুলাই থেকে রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গেছে। এবার চলুন তবে জেনে নেওয়া যাক আগামী ১লা জুলাই থেকে কীভাবে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকায় কী বলা হয়েছে?

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে, চলতি বছরের ১লা জুলাই থেকে গ্রাহকদের ক্রেড, ফোনপে, বিলডেস্কের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার ক্ষেত্রে হতে হবে নানান বাধার সম্মুখীন। আগামী ৩০শে জুনের পর থেকে গ্রাহকদের অনলাইন ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য ভারত বিল পেমেন্ট সিস্টেম (BBPS) ব্যবহার করতে হবে। এই নিয়ম মূলত সব ধরনের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই কার্যকর হবে। এবার আসুন জেনে নিই এই ভারত বিল পেমেন্ট সিস্টেম কী?

ভারত বিল পেমেন্ট সিস্টেম কী এবং এর সমস্যা কী?

ভারত বিল পেমেন্ট সিস্টেম হলো একটি ইন্টার অপারেবল প্ল্যাটফর্ম, যা অনলাইন বিল পেমেন্টের জন্য নির্মিত। এটি একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে অনলাইন বিল পেমেন্ট করা যায়। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই অনলাইনে বিল পেমেন্ট করতে পারেন।  এই পেমেন্ট সিস্টেমটি পরিচালনা করে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI)। এই পদ্ধতিতে গ্রাহকরা সহজে বিল পেমেন্ট করে থাকেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে ভারত বিল পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে গ্রাহকদের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার, কিন্তু রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে, ভারতের একাধিক ব্যাংক এখনো পর্যন্ত এই ব্যবস্থা চালু করেননি। HDFC ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ডের সংখ্যা ২ কোটি, ICICI ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ডের সংখ্যা ১.৭ কোটি, Axis ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ডের সংখ্যা ১.৪ কোটি। তাসত্ত্বেও এই ব্যাংকগুলি কেউই ভারত বিল পেমেন্ট সিস্টেম ব্যবস্থা চালু করেনি, এর ফলে সেই সব ব্যাংকের গ্রাহকরা ক্রেড, ফোনপে, বিলডেস্ক ইত্যাদি অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার সময় পড়তে পারেন সমস্যায়।

BBPS সিস্টেম চালু আছে কোন ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ?

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ভারতে এখন ৩৪টি ব্যাংককে ক্রেডিট কার্ড দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, তবে এর মধ্যে মাত্র ৪টি ব্যাংকে ভারত বিল পেমেন্ট সিস্টেম রয়েছে। এখনো ২৬টি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এই ব্যবস্থা চালু করেনি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে যদিও পেমেন্ট খাতের তরফ থেকে আরো ৯০ দিন সময়সীমা বৃদ্ধি করার অনুরোধ জানানো হয়েছে। এখন যদি রিজার্ভ ব্যাংক এই সময়সীমা বৃদ্ধি করে, তবে ব্যাংকগুলি আরো কিছুটা সময় পাবে এবং তারাও ভারত বিল পেমেন্ট সিস্টেম চালু করতে পারবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad