DA West Bengal : সুখবর! ১০ শতাংশ হারে বাড়লো সরকারি কর্মীদের ডিএ! কারা পাবেন জানুন

Published On:

News Desk: নতুন বছর পড়তে না পড়তেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য এলো বিরাট খুশির খবর। অবশেষে রাজ্য সরকার জারি করল ডিএ-র বিজ্ঞপ্তি। বেশ কিছুটা পরিমাণে বাড়লো ডিএ। কর্মীদের ডিএর বাড়বে ১০ শতাংশ হারে। গত বৃহস্পতিবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আসুন তবে জেনে নেওয়া যাক বর্ধিত হারের পর মোট কত শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা এবং কারা কারা পাবেন ডিএ সেই সম্পর্কে বিস্তারিত।

কারা পাবেন ডিএ?

বৃহস্পতিবার অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবেন। তাদের মহার্ঘ ভাতা বাড়ছে ১০ শতাংশ। উল্লেখ্য রাজ্যে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর আছে। পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীরা এতদিন যাবৎ ১৪১ শতাংশ হারে ডিএ পেতেন। বর্ধিত হারের পর এবার এই কর্মীরা ১৫১ শতাংশ হারে ডিএ পাবেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তারা ডিএ পাবেন ১৫১ শতাংশ হারে।একই সঙ্গে পঞ্চম বেতন কমিশনের অন্তর্ভুক্ত অবসর প্রাপ্ত কর্মীদের ১০ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ বেড়েছে। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক-অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত, পুরসভার কর্মীরাও এই ডিএ পাবেন। এছাড়াও এই সবের দফতরের আওতায় যে সব পেনশনাররা আছেন তারাও পাবেন মহার্ঘ ভাতা।

১০ শতাংশ হারে পাবেন মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়েছে চার শতাংশ। এতদিন তারা ডিএ পেতেন ছয় শতাংশ হারে, তবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তারা ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। গত বছরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে। ফলে এখন থেকে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ১০ শতাংশ ডিএ। যদিও এতে মোটেও খুশি নন ষষ্ঠ বেতন কমিশনের অন্তর্ভুক্ত কর্মীরা। এই নিয়ে চলেছে লাগাতার আন্দোলন। এমনকি সুপ্রিম কোর্টে মামলা হয়েছে।

মুখ্যমন্ত্রী কী বলেছেন?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিএ বৃদ্ধির ফলে ১৪ লাখ সরকারি কর্মী ও পেনশনার উপকৃত হবেন। সরকারের খরচ হবে ২৪০০ কোটি টাকা। এর আগে সরকার ১২৫ শতাংশ ডিএ ঘোষণা করেছিল। এবার এই নতুন ঘোষণার পর থেকে ডিএ ১৩৫ শতাংশ বাড়লো। মুখ্যমন্ত্রী আরো দাবি করেন, কেন্দ্রের ডিএ নীতি ও রাজ্যের ডিএ নীতি আলাদা। তাই কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ নিয়ে তুলনা করলে চলবে না। ডিএ দেবে কি দেবে না তা রাজ্য সরকারের ঐচ্ছিক বিষয়, কখনই তা বাধ্যতামূলক নয়।    



WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad