Daily Current Affairs 8th March 2024 : প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | ৮ মার্চ 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Published On:

Daily Current Affairs 8th March 2024 : সকল WBPSC পরীক্ষা যথাক্রমে WBCS, PSC ক্লার্কশিপ, PSC বিবিধ, ফুড SI এবং অপরদিকে রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার জন্য এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা সমস্ত গুরুত্বপূর্ণ বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আলোচনা করতে চলেছি, যা আপনাদের জ্ঞান বৃদ্ধি করবে এবং এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিনিয়ত অধ্যায়ন করলে আপনি পরীক্ষায় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। চলুন তবে দেখে নেওয়া যাক যাক ৮ই মার্চের সমস্ত গুরুত্বপূর্ণ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি।

১) সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি

কেন্দ্রীয় মন্ত্রিসভা ১লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ১০ কোটিরও বেশি কর্মচারী এবং ৬.৭৯ কোটির বেশি পেনশনভোগীকে উপকৃত করা।

২) সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় ব্লু-কলার কর্মীদের জন্য নতুন বীমা প্যাকেজ

দুবাইতে ভারতীয় কনস্যুলেট সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় ব্লু-কলার কর্মীদের জন্য জীবন সুরক্ষা পরিকল্পনা (LPP) নামে একটি নতুন বীমা প্যাকেজ চালু করেছে। এই পরিকল্পনার লক্ষ্য প্রাকৃতিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে শ্রমিকদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান করা। এটি ২০২৩ সালের ১লা মার্চ থেকে কার্যকর হয়েছে ৷

৩) বেঙ্গালুরুতে ভারতের প্রথম চালক বিহীন মেট্রো ট্রেন চালু হবে

বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (BMRCL) তার আসন্ন চালকবিহীন মেট্রো লাইনের জন্য ছয়টি ট্রেনের কোচের প্রথম সেট পেয়েছে, যার নাম ইয়েলো লাইন। এই ১৮.৮ কিমি-দীর্ঘ লাইন, RV রোড এবং বোমাসান্দ্রাকে সংযুক্ত করে। এটি ভারতে প্রথম চালকবিহীন ট্রেন ব্যবস্থা।

৪) আন্তর্জাতিক নারী দিবস 2024

আন্তর্জাতিক নারী দিবস (IWD ) হল একটি বার্ষিক বৈশ্বিক অনুষ্ঠান যা প্রতি বছর ৮ই মার্চ উদযাপিত হয় । এটি বিশ্বব্যাপী নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। প্রতি বছরের মতো এ বছরও আন্তর্জাতিক সম্প্রদায় নারীদের অবদানকে সম্মান জানাতে এবং লিঙ্গ সমতার পক্ষে সমর্থন জানাতে একত্রিত হয়। জাতিসংঘ 2024 সালের আন্তর্জাতিক নারী দিবসের জন্য ‘নারীতে বিনিয়োগ করুন: অগ্রগতি ত্বরান্বিত করুন’ থিম বেছে নিয়েছে।

আরো পড়ুন:- Food Si এর 1-245 টি মক টেস্ট দেয়া হয়েছে।

৫) ISRO পরবর্তী চন্দ্র মিশন চন্দ্রযান-৪এর জন্য নিচ্ছে প্রস্তুতি

ইসরো প্রধান এস সোমনাথ জাতীয় মহাকাশ বিজ্ঞান সিম্পোজিয়ামে (NSSS 2024) জানিয়েছিলেন যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পরবর্তী চন্দ্রযান চন্দ্রযান-৪ চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই মিশনে পাঁচটি মহাকাশযানের মডিউল অন্তর্ভুক্ত থাকবে। চন্দ্রযান-৪ চন্দ্র মিশনের পাঁচটি উপাদান দুটি ধাপে চালু করা হবে। ভারতের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল,  LVM-3 , প্রপালশন, ডিসেন্ডার এবং অ্যাসেন্ডার মডিউল চালু করবে। 

৬) 10,372 কোটি বাজেটে ইন্ডিয়াএআই মিশন অনুমোদন করেছে 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় মন্ত্রিসভা, ইন্ডিয়াএআই মিশনকে অনুমোদন দিয়েছে, যার জন্য ১০,৩৭১.৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই উদ্যোগটি ভারতের মধ্যে AI উদ্ভাবনকে আরো জোরদার করার এবং দেশের অগ্রগতির লক্ষ্যে নেওয়া হয়েছে। এই মিশনের লক্ষ্য একটি কৌশলগত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতির মাধ্যমে একটি শক্তিশালী এআই ইকোসিস্টেম প্রতিষ্ঠা করা। 

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad