DFSS Assistant Clerk Recruitment 2024 : সুখবর! অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ শুরু, জানুন আবেদন পদ্ধতি

Published On:

DFSS Assistant Clerk Recruitment 2024 : সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুন খুশির খবর। এবার DFSS এর পক্ষ থেকে নতুন করে অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলিতে খুব সহজে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য রইলো আজকের প্রতিবেদনে। চলুন দেখে নেওয়া যাক।

পদের নাম- Asssistant এবং Upper Division Clerk

শূন্যপদ – Asssistant পদে নিয়োগ করা হবে ৬ জনকে এবং Upper Division Clerk পদে নিয়োগ করা হবে ৯ জনকে।

বয়স সীমা – এখানে (DFSS Assistant Clerk Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫৬ বছরের নিচে।

মাসিক বেতন – এখানেAssistant পদের জন্য প্রার্থীদের লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন প্রদান করা হবে এবং এখানে Clerk পদের জন্য প্রার্থীদের লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদেরউল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

আবেদন পদ্ধতি – প্রার্থীদেরএখানে (DFSS Assistant Clerk Recruitment 2024) অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে। আর তারপর আবেদন পত্রটি হাতে কলমে সুন্দর করে পূরণ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে মুখ বন্ধ খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় আবেদন পত্রটি নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের ঠিকানা – The Administrator Officer, Directorate of Forensics Science Service, Block No.9, Floor 8, CGO Complex, Lodhi Road, New Delhi, 110003.

আবেদনের শেষ তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০শে মে,২০২৪ তারিখে এবং আবেদন চলবে বিজ্ঞপ্তি প্রকাশের পর দুমাস পর্যন্ত।

Notification 1 : Download

Notification 2 : Download

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad