District Health Department Recruitment 2024 : সকল চাকরিপ্রার্থীদের জন্য দারুন একটি সুখবর নিয়ে চলে এসেছি আমরা। সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির মাধ্যমে পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে স্থানীয় ভাষায় পারদর্শী চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩টি জেলার পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।
১) পদের নাম— Community Health Assistant
মোট শূন্যপদ— ২টি
শিক্ষাগত যোগ্যতা— এখানে (District Health Department Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে ANM অথবা GNM কোর্স পাশ করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত রাখতে হবে।
মাসিক বেতন— উল্লিখিত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১৩,০০০ টাকা।
বয়সসীমা— এই পদের জন্য নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২) পদের নাম— Multi Rehabilitation Worker
মোট শূন্যপদ— ৭ টি
শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রী সহ যেকোনো হাসপাতালে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন— উল্লিখিত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা।
বয়সসীমা— এই পদের জন্য নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩) পদের নাম— Laboratory Technician
মোট শূন্যপদ— ১ টি
শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার জন্য পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীব বিজ্ঞান বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীদের ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— উল্লিখিত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ২২,০০০ টাকা।
বয়সসীমা— এই পদের আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
৪) পদের নাম— General Duty Medical Officer
মোট শূন্যপদ— ৬ টি
শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ এমবিবিএস ডিগ্রী অর্জন করে থাকতে হবে। সেইসকল প্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে তারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারেবন।
মাসিক বেতন— উল্লিখিত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৬০,০০০ টাকা।
বয়সসীমা— উল্লিখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি – প্রার্থীদের এখানে(District Health Department Recruitment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রার্থীদের প্রথমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে সেই আবেদনপত্রের প্রিন্টেড কপি সেল্ফ এটেস্টেড করে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন ফি— এখানে আবেদনের ক্ষেত্রে “DH&FWS NON NHM MOTHER A/C COOCH BEHAR” ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের আবেদন ফি বাবদ জমা করতে হবে ৫০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের আবেদন ফি বাবদ জমা করতে হবে ১০০ টাকা।
আবেদনপত্র জমা করার ঠিকানা— CMOH & Secretary, Dist. Health & Family welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar
আবেদনের শেষ তারিখ— ২৪শে জুন, ২০২৪
Official Notification: Download Now
Official Website: Apply Now
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।