District Judge Office Group Recruitment 2024: রাজ্যের সকল অষ্টম ও দশম শ্রেণী পাস করা চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। কালিম্পং জেলার আদালতে গ্রুপ- বি, সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্তি বিস্তারিত তথ্য।
নিয়োগ সংস্থা – জেলা আদালত (কালিম্পং)
পদের নাম – গ্রুপ- বি, সি, ডি (স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, নাইট গার্ড, অর্ডার্লি/অফিস পিওন ও সুইপার)
শূন্যপদ – ৩৭
শিক্ষাগত যোগ্যতা – উল্লিখিত পদে (District Judge Office Group Recruitment 2024) আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যেকোনো সরকারি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী ও দশম শ্রেণী পাস থাকতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।
মাসিক বেতন – উক্ত পদে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৭,০০০ থেকে ৮২,৯০০ টাকার মধ্যে।
বয়সসীমা – এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরে মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতি – এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার অপারেশন টেস্টের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি – আগ্রহী প্রার্থীদেরকে এখানে (District Judge Office Group Recruitment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে www.kalimpongcourtrecruit2024.in কিংবা www.kalimpong.dcourts.gov.in এই দুটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটি ওয়েবসাইট গিয়ে আবেদন লিংকে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় কার্যক্রমের তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করে শিক্ষাগত যোগ্যতা সহ বাকি সব প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি – সংশ্লিষ্ট পদে আবেদন করার ক্ষেত্রে ST, SC, PWD ও ওবিসি প্রার্থীদের কাছ থেকে পদ অনুযায়ী আবেদন মুল্য চার্জ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
আবেদনের শেষ তারিখ – ১৭ই মে, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইট : www.kalimpong.dcourts.gov.in
অফিসিয়াল বিজ্ঞপ্তি : Download PDF
আবেদন লিংক : Apply Now
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।