Mobile Sim : বর্তমান যুগ হলো প্রযুক্তির যুগ। প্রযুক্তিগত উন্নতির ফলে মানুষ এখন ঘরে বসেই অর্ধেক কাজ সেরে ফেলতে সক্ষম। এখন অন্যতম ইলেকট্রনিক গ্যাজেট হলো মোবাইল ফোন, যা ছাড়া মানুষ একেবারেই অচল। তবে মোবাইল চালাতে গেলে প্রয়োজন হলো সিম, কারণ মোবাইল ফোন আবার সিম কার্ড ছাড়া অচল। তাই মোবাইল ফোনের পাশাপাশি সিম কার্ডের গুরুত্ব অপিসীম। যেকোনো নেটওয়ার্কের সিম নিতে গেলে প্রথমেই ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা দিতে হয়। আর এই আধার কার্ডে থাকে কোনো ব্যাক্তির ব্যাক্তিগত বিবরণ সহ বায়োমেট্রিক ভেরিফিকেশন। এর ফলে সকল টেলিকম কোম্পানীগুলি সিম দেওয়ার সময় ব্যক্তির আধার কার্ড ভেরিফাই করে তবেই সিম দেয়। ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সিম ব্যবহার করা যায়।
আপনার নামে একাধিক সিম রয়েছে কিনা কীভাবে জানবেন?
অনেক সময় নতুন নম্বর নিয়ে থাকি, যার ফলে যে পুরানো সিমটি রয়েছে সেই টেলিকম কোম্পানীকে সিমটি বন্ধ করে দেওয়ার জন্য বলে থাকি, যাতে পুরানো সিমের নম্বরটি আর কেউ ব্যবহার করতে না পারে। তবে, বাস্তবে তা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আমাদের আধার কার্ড ব্যবহার করে তৃতীয় কোনো ব্যাক্তি ওই সিম ব্যবহার করছেন। এভাবে অন্যের আধার কার্ড ব্যবহার করে তোলা সিম বেশিরভাগ ক্ষেত্রেই অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো আপনার নামে একাধিক সিম রয়েছে কিনা কীভাবে জানবেন? আর কোনো সিম বন্ধ করতে চাইলে কীভাবে তা বন্ধ করবেন? আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করা হলো। চলুন দেখে নেওয়া যাক।
নিজের নামে সিম কার্ডের সংখ্যা যাচাই করা ও সিম বন্ধ করার নিয়ম :
এখন বাড়িতে বসেই আপনি জালিয়াতদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনার অজান্তেই কেউ আপনার আধারের মাধ্যমে মোবাইল সিম (Mobile Sim) তুলে অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করলে এবার আপনি নিজেই তা রুখতে পারবেন। দেখে নিন পদ্ধতি।
প্রথমে কম্পিউটার বা ফোনে tafcop.sancharsaathi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে গর্ভমেন্ট রেজিস্ট্রার্ড টেলিকম পোর্টাল TAFCOP এ নিজের মোবাইল নাম্বার দিয়ে এবং ক্যাপচা ভেরিফাই করে ক্লিক করলে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এরপর সেই ওটিপি দিয়ে লগ ইন করলেই নতুন পেজ খুলে যাবে এবং সেখানে লেখা থাকবে “মোবাইল নম্বর রেজিস্টার ইন ইয়োর নেম”। এরপর আপনি দেখতে পারবেন আপনার নামে কতগুলি মোবাইল নাম্বার আছে তার একটি লিস্ট। এর মধ্যে কোন নম্বরগুলি আপনি ব্যবহার করেন এবং কোনগুলি করেন না তাও দেখতে পারবেন আপনি। লিস্টে আপনার ব্যবহার না করা কোনো নম্বর থাকলে আপনি সেই নম্বরের পাশে “নট মাই নম্বর” অপশনে ক্লিক করে রিপোর্ট করতে পারেন। এরপর একটা পপ আপ মেসেজ এলে বুঝবেন আপনার ব্যবহার না করা সিম কার্ড বন্ধ হয়ে গেছে। আপনি এইভাবে খুব সহজে আপনার অব্যবহৃত সিম কার্ড বন্ধ করতে পারবেন, তাও আবার বাড়িতে বসেই।