What Is Bitcoin In Bengali : আপনি কি জানেন বিটকয়েন কী? জানুন বিটকয়েন সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

Published On:

What Is Bitcoin In Bengali:  বিটকয়েন নামটা অনেকের কাছে বেশ পরিচিত। আবার অনেকে হয়তো নামটা প্রথম শুনছেন। বলে রাখি, এই বিটকয়েন হলো এক প্রকারের ক্রিপটোকারেন্সি। এখন আবার কারো কারো মনে প্রশ্ন জাগছে যে, ক্রিপ্টোকারেন্সি কী? আপনাদের বলি, এই ক্রিপ্টোকারেন্সি হলো একপ্রকার ডিজিটাল মুদ্রা (Digital Form Of Currency)। ক্রিপ্টো (Crypto) কথার অর্থ গোপন (Secret) এবং কারেন্সি (Currency) কথার মানে হলো টাকা, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি কথার অর্থ হলো গোপন অর্থ (Secret Currency), যেখানে সরকার কিংবা কোনোরকম থার্ড পার্টির কন্ট্রোল থাকে না, যেখানে  ব্লক চেন এবং ডাটা ট্রান্সফারের মাধ্যমে লেনদেন হয়।

এই ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট রয়েছে, তার প্রায় ৬৫ শতাংশ বিটকয়েন কন্ট্রোল করে থাকে, আর এই বিটকয়েন দুনিয়ার প্রথম ক্রিপটোকারেন্সি, যেটি বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিত। আজ আমরা আপনাদের এই বিটকয়েন সম্পর্কে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যার মাধ্যমে আপনি বিটকয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তাহলে চলুন দেরি না করে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নেওয়া যাক (What Is Bitcoin In Bengali)।

বিটকয়েন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

১) বিটকয়েন আবিষ্কারের উদ্দেশ্য

২০০৮ সালে বিটকয়েন (Bitcoin) এর আবিষ্কার করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কার কাছে কতটা বিটকয়েন রয়েছে এবং বিটকয়েন কোথা থেকে কোথায় ট্রানজেকশন হচ্ছে সেই বিষয়ে সম্পূর্ণ গোপনীয়তা থাকবে এবং এটা প্রাইভেট ডিজিটাল কারেন্সি হওয়ায় এখানে সরকারের কোনোপ্রকার হস্তক্ষেপ থাকবে না।

২) বিটকয়েন এর আবিষ্কর্তা

বিটকয়েন এর আবিষ্কর্তা হলেন সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto)। আসলে, একটি রিসার্চ পেপার পাবলিশ করা হয়েছিল, যেখানে সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তি বিটকয়েন এর আবিষ্কর্তা হিসেবে দাবি করেছিলন। তবে এটি একটি ভুয়ো নাম বলেই মনে করা হয়। বিটকয়েনের যে সত্যিকারের আবিষ্কারক তাকে সেই আসল ব্যক্তির নাম এখনো প্রকাশিত হয়নি।

৩) বিটকয়েনের ইতিহাস


বিটকয়েনের প্রথম আবিষ্কার হয়েছিল ২০০৮ সালে, তবে বিটকয়েন ২০০৯ সালে বাজার জাত হয়। সেইসময় একটি বিটকয়েনের দাম ছিল ০.০৯ ডলার, অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী ৬.৫৭ থেকে ৬.৬০ টাকা। বর্তমানে একটা বিটকয়েনের দাম প্রায় ২৪ লক্ষ টাকারও বেশি (What Is Bitcoin In Bengali)।

৪) বিটকয়েনকে কি ভাগ করা যায়?

টাকার মতো বিটকয়েনেরও ভাগ রয়েছে। বিটকয়েনের ছোটো ভাগটিকে বলে সাতোশি (Satoshi)। টাকার ক্ষেত্রে যেমন ১০০ পয়সায় ১ টাকা হয়, ঠিক তেমনই ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি সাতোশিতে হয় একটা বিটকয়েন। আপনাদের জানিয়ে রাখি, বিটকয়েনের আরো একটি ছোট ভাগ রয়েছে, যাকে বলে মিলিবিটকয়েন। ১০০০ মিলিবিটকয়েনে হয় ১টি বিটকয়েন।

৪) বিটকয়েনের লেনদেন হয় কীভাবে ?

বিটকয়েন লেনদেন করা হয় মূলত PEER to PEER network এ, যেখানে কোনোরকম থার্ড পার্টির হস্তক্ষেপ থাকে না। এখানে একজন ব্যক্তির কম্পিউটার থেকে ওপর একজন ব্যক্তির কম্পিউটারে বিটকয়েন ট্রান্সফার করা হয়, যা শুধুমাত্র ওই দুই ব্যক্তির জানা। অন্য কারো অ্যাকসেস থাকে না।

৬) বিটকয়েনের ভ্যালুয়েশন কেমন?

বিটকয়েনের ভ্যালু ওঠা নামা করে। কখনো বাড়তে থাকে, আবার কখনো কমতে থাকে। বিশেষ বিষয়, বিটকয়েন এর ভ্যালুয়েশন মাত্র তিন সেকেন্ড অন্তর পরিবর্তিত হতে থাকে। তাই বিটকয়েন  কেনার সময় এই বিষয়টি মাথায় রাখা জরুরি।

৭) বিটকয়েনের সংখ্যা কত ?

বিটকয়েনের সংখ্যা বলতে গেলে প্রায় ২১ মিলিয়ন, যার মধ্যে বাজারে অবস্থান করছে ১৮.৯ মিলিয়ন বিটকয়েন এবং বাকি বিটকয়েনের মালিকের কাছে। আপনাদের জানিয়ে রাখি, বিটকয়েনের পরিমাণ ভবিষ্যতেও একই থাকবে।

৮) লিগ্যাল টেন্ডার হিসেবে বিটকয়েন

El Salvador নামক পৃথিবীর ছোট একটা দেশ বিটকয়েনকে প্রথম লিগ্যাল টেন্ডার হিসেবে বিবেচনা করেছিল। এমনকি অনেক বড় বড় কোম্পানীও গ্রহণ করত বিটকয়েন। সেই কোম্পানীগুলির মধ্যে একটি হলো ওয়ার্ডপ্রেস (WordPress), যার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে।

৯) বিটকয়েনের মার্কেট ক্যাপিটাল

বিটকয়েনের মার্কেট ক্যাপিটাল অনেক ছোট। আপনাদের বলি, ইলন মা এই বিটকয়েন কিনে নিজেই নিজের বিটকয়েনের ভ্যালুয়েশন বাড়িয়েছিলেন বলে টুইট করেছিলেন একসময়।


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad