E-Shram Card : এবার কেন্দ্র সরকার প্রতি মাসে দেবে ৩০০০ টাকা! দেবে সরকার! আবেদন করুন এখনই

Last Updated:

News Desk : সরকার সাধারণ মানুষের সেবার জন্য সব সময়ই তৎপর রয়েছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার জনকল্যাণের উদ্দেশ্যে একাধিক প্রকল্প চালু করেছে, যার সহায়তায় সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন। সম্প্রতি কেন্দ্র সরকার আরো একটি প্রকল্প চালু করেছে, যায় সাহায্যে সাধারণ মানুষ ৩০০০ টাকা পর্যন্ত অনুদান পাবেন। এখন প্রশ্ন হলো এই টাকা কীভাবে পাওয়া যাবে? আসুন জেনে নেওয়া যাক একনজরে।

কারা আবেদন করতে পারবেন?

এবার ভারতের কোটি কোটি অসংগঠিত শ্রমিকদের উন্নতিকল্পে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছেই-শ্রম কার্ড। এর মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা, বিমার সুবিধা ও ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই আপনি কেন্দ্রীয় সরকারের PMAY, PMJAY, PM Kisan সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন, এছাড়াও বিভিন্ন বিমা, আয়ুষ্মান ভারত ইত্যাদি প্রকল্পের সুবিধা পেতে আপনাকে ই শ্রম কার্ডে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ১৮ থেকে ৫৯ বছর বয়সী শ্রমিকরা সরকারের কাছে এই কার্ডের জন্য আবেদন করতে পারবে। সূত্র অনুযায়ী, এখনো পর্যন্ত দেশের ২০ কোটির বেশি মানুষ এই ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে ২ কোটি মানুষ এর অন্তর্গত পরিষেবাগুলি পেতে শুরু করেছেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে, যারা এখনো নাম নথিভুক্ত করেননি তাদেরকেও অতি দ্রুত এই পরিষেবার আওতায় নিয়ে আসা হবে।

ই-শ্রম কার্ডের কী কী সুবিধা রয়েছে ?

ই-শ্রম কার্ড থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক সুবিধা পাবেন আবেদনকারী। সুবিধাগুলি হলো-
১) ৬০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে।
২) কর্মরত অবস্থায় যদি কোনো কারণে পঙ্গু হয়ে যান, তবে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে।
৩) আবেদনকারী মারা গেলে তার পরিবার ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন।
৪) আবেদনকারীর পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে বই-খাতা এবং পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে সরকারের তরফ থেকে।
৫) রেশন কার্ডের সঙ্গে ই-শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে পরিযায়ী আবেদনকারী যেকোনো রাজ্য থেকেই রেশন তুলতে পারবেন।

ই শ্রম কার্ড তৈরির প্রয়োজনীয় নথি

ই-শ্রম কার্ড (E Shram Card) তৈরি করতে শ্রমিকদের যেসব নথিপত্র (Documents) লাগবে সেগুলি হল –
১) আবেদনকারীর আধার কার্ড
২) আধার-সংযুক্ত মোবাইল নম্বর
৩) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর

কীভাবে ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করবেন?

১) প্রথমে eshram.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে।
২) এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফল হলে আপনি ই-শ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপর সেই কার্ডটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বার করবেন।
৩) এছাড়াও আপনি আপনার নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই কার্ড তৈরি করতে পারেন। মাথায় রাখবেন সিএসসি সেন্টারে যাওয়ার সময় আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ও বৈধ মোবাইল নম্বর সঙ্গে নিতে ভুলবেন না।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad