UPSC Aspirants: দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম একটি পরীক্ষা হলো ইউপিএসসি। কঠিন পরিশ্রম এবং অধ্যবসয়ের পর এই পরীক্ষায় সাফল্য অর্জন করা যায় (UPSC Aspirants)। এই পরীক্ষায় সাফল্যের গল্প ছাড়াও এমন বহু কাহিনী ঘটে, যা অনেকেরই অজানা। এমন অনেকেই আছেন, যারা বহুবার চেষ্টা করেও সফল হতে পারেননি। আজ এমনই এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে চলেছি যিনি বার বার ব্যর্থ হওয়ার পরও উঠে দাঁড়িয়েছেন, হাল ছেড়ে দেননি। আজকের প্রতিবেদনে রইলো সেই কঠিন লড়াইয়ের কাহিনী। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
১২বার ইউপিএসসি দেওয়া সত্ত্বেও ব্যর্থ
আমরা কথা বলছি কুণাল আর ভিরুলকর সম্পর্কে, যিনি মোট ১২বার ইউপিএসসি দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সাফল্য অর্জন করতে পারেননি। এতবার পরীক্ষা দেওয়া সত্ত্বেও ইউপিএসসি পরীক্ষার (UPSC Aspirants) সফলতা তার কাছে অধরা। তাই তার কাছে জীবনের নাম সংঘর্ষ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “১২বার পরীক্ষায় বসলাম, ৭বার মেইন দিয়েছি, ৫বার ইন্টারভিউ। আমরা সবসময় কৃতীদের শুভেচ্ছা জানাই। গোটা দেশ মেতে ওঠে তাদেরকে নিয়েই, অথচ যারা এই কঠিন লড়াইতে হেরে যায় তাদের কি হয়? যারা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তাদের মনের অবসাদ কীভাবে দূর করা যায়?”
কীভাবে একজন IFS অফিসার হবেন, বেতন কত? জেনে নিন সম্পূর্ণ তথ্য
তার পোস্ট ঝড় তুলেছে নেট দুনিয়ায়
নেট দুনিয়ায় তার এই পোস্ট রীতিমতো ঝড় তুলেছে। তার এই লেখা অনেকের মন ছুঁয়েছে। একজন লিখেছেন, ‘আপনি লক্ষ্যে পৌঁছবেন। কোন বাধাই আপনাকে আটকাতে পারবে না।’ অপর একজন লিখেছেন, ‘আপনার এই লড়াই অনেকের কাছেই অনুপ্রেরণার।’ আবার অন্য একজন লিখেছেন, ‘আপনার নামটা জানতে চাই। আপনার জীবনে হয়তো বড় কিছু অপেক্ষা করছে আপনার জন্য। আপনার জীবনের সংঘর্ষ শব্দে প্রকাশ করা যায় না। আমরা আপনার জন্য গর্বিত। আপনি সবটা জয় করেছেন।’
উৎসাহ দিয়েছেন অনেকেই
ইউপিএসসির (UPSC) মত কঠিন পরীক্ষাতে এই ব্যক্তি মোট বারো বার বসেও সফলতা পাননি। তাকে অনেকেই উৎসাহ দিয়েছেন। তার টুইটের জবাবে অনেকেই অনেক কথা লিখছেন। তার পরিশ্রমের কাহিনী অনেকের কাছেই অনুপ্রেরণা সৃষ্টি করবে। ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় বহু মানুষ অংশগ্রহণ করেন কিন্তু সফল হন গুটিকতক। সামান্য কারণে বাতিল হয়ে যান অনেকেই। তবে, বারবার ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়ানোর মত মানসিক বল অনেকেরই থাকে না, কিন্তু এই ব্যক্তি বারংবার ব্যর্থ হয়েও যে উদ্যমের সঙ্গে লড়ে চলেছেন তা সত্যি প্রশংসনীয়।